
সুজন তানোর (রাজশাহী)প্রতিনিধি
আসছে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬নং কামার গাঁ ইউনিয়ন বাসী সহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম ডায়মন্ড।শাহীনুর ইসলাম ডায়মন্ড বলেন,কামার গাঁ ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও বিএনপির সকল নেতৃবৃন্দসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ দেশবাসীকে সংগ্রামী শুভেচ্ছা।আসা করি সবাই ভালো আছেন এরজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি,প্রিয় সংগ্রামী বন্ধুসহ সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-“ঈদ মোবারক”।শাহীনুর ইসলাম ডায়মন্ড শুভেচ্ছা বাণীতে বলেন ব্যক্তি জীবনকে সুন্দর,পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মোমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর সমাগত।বিশ্ব মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর।উৎসব মানুষের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়। তার আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে।ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ।ধনী-গরিব,উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে নিবিড় ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে।হানাহানি,হিংসা,বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির বোধে উদ্দীপ্ত করে ঈদুল ফিতরের উৎসব।তাই এই উৎসবের দিনে প্রতিটি মুসলমান নর-নারী সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করতে হবে।ঈদুল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌছে যায় তা হচ্ছে ‘সকলের তরে সকলের আমরা’।এই মর্মবাণী মানসিক কদর্য,অন্যায় ও নিষ্ঠুর সামাজিক অসাম্যকে অতিক্রম করে এক নিবিড় ভাতৃত্ববোধের প্রেরণা জাগায়।আর এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র,অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য।তাই আসন্ন ঈদুল ফিতরে আমি মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে মোনাজাত করি ৬নং কামার গাঁ ইউনিয়নের সর্বস্তরের মানুষ সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ,শান্তি,অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কামনা করি।