
নিজস্ব প্রতিবেদক ;
আজ বুধবার বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্রাফট ইন্সট্রাক্টরদের কোটা বাতিলের দাবিতে বগুড়া দায়রা জজ আদালত প্রাঙ্গণ ও জেলা প্রশাসকের অফিসের সামনে আন্দোলন করেন এবং এ সময় শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্য থেকে বক্তারা বলেন আমাদের দাবি আদায় না হলে আন্দোলন অব্যাহত থাকবে এবং একই সাথে জেলা প্রশাসক, বগুড়া এর মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।এ সময় শিক্ষার্থীরা স্মারকলিপিতে ৬ দফা দাবি পেশ করেন, প্রার্থীদের দাবি সমূহ হচ্ছে
১.জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সপেক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল ঘোষণা করতে হবে।
২.জুনিয়র ইন্সট্রাক্টর (টেক)পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক “ডিপ্লোমা প্রকৌশলী” ডিগ্রী থাকতে হবে।
৩.ক্রাফট ইনস্ট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।
৪.কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য) সকল বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিতে হবে।
৫.কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে।
৬.ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।
স্মারকলিপি প্রদান কালে জেলা প্রশাসক মহোদয়, বগুড়া শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, দাবিগুলো যৌক্তিক হলে অবশ্যই মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর পাঠানোর পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করব।