
নজরুল ইসলাম,গাজীপুর।
গাজীপুরে কালার বিবর্তনে হারাতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বনকর আমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “বাড়িয়া ইউনিয়ন যুব স্পোর্টিং ক্লাবে” এর উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়।
আনন্দঘন পরিবেশে একপক্ষের সীমানায় অন্যপক্ষের খেলোয়াড় ডু নিয়ে ঢুকলেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডু থাকা অবস্থায় প্রতিপক্ষ খেলোয়াড়কে ধরে নিজেদের সীমানায় রাখার প্রাণপণ চেষ্টা—এই খেলাটির মূল আকর্ষণ—দর্শকদের মাতিয়ে তোলে।
শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন বনাম সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের মধ্যে এই জনপ্রিয় খেলাটি উপভোগ করেন হাজারো দর্শক।
দুপুর থেকে ঢাক-ঢোল পিটিয়ে, বিভিন্ন এলাকা থেকে খেলা দেখতে দর্শকরা বনকর আমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হন। বিকেল ৪টা থেকে মাঠে নামে বাড়িয়া ইউনিয়ন একাদশ ও প্রহলাদপুর ইউনিয়ন একাদশ। খেলা শুরু হতেই সমর্থকদের উল্লাসে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
কাবাডি খেলাকে কেন্দ্র করে এক সময় প্রতি বছর গ্রামে এই আনন্দ আয়োজন হতো। জেলার বিভিন্ন অঞ্চল থেকে কাবাডি খেলোয়াড়দের আমন্ত্রণ জানানো হতো প্রীতিম্যাচে অংশ নেওয়ার জন্য। এই প্রাচীন উৎসবকে কেন্দ্র করে প্রতিটি বাড়িতে দু’একদিন আগেই আত্মীয়-স্বজন আসতে শুরু করতো, আর খেলোয়াড়দের করা হয় বিশেষ মেহমানদারি।
গাজীপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর দায়িত্বপ্রাপ্ত) ও ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক।
বাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও অত্র ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম রুবেলের সঞ্চালনায় খেলাটির শুভ উদ্বোধন করেন বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ৯ নম্বর সেক্টর কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ শরিফ উদ্দিন আহমেদ লিটন,সম্মানিত অতিথি হিসেবে ছিলেন মোঃ মোশাহেদ হাসান (গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক), মোঃ সোহেল রানা (গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক), এবং মোঃ ইয়াসিন মোল্লা।
এসময় বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন খান, ওয়ার্ল্ড ওয়াইড জব সলিউশন প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ কায়সার মোল্লা, ছুটি রিসোর্ট-এর জল এডমিন ইনচার্জ মোঃ কবির হোসেন, গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন আহমেদ ইমন বাবু, বন্ধন উত্তরপাড়া কেন্দ্রীয় মসজিদের সভাপতি নয়ন মোল্লা এবং গাজীপুর চৌরাস্তার বিশিষ্ট ব্যবসায়ী রাশিদুল ইসলাম কাজী।
খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ রেফারিজ কমিটির সাধারণ সম্পাদক শেখ রাসেল হাসান শ্যামল।
খেলা শেষে প্রধান অতিথি আলহাজ্ব আবু বকর সিদ্দিক বিজয়ী খেলোয়াড়দের হাতে প্রাইজ মানি উপহার তুলে দেন।
বনকর আমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান বলেন, “গ্রামের পূর্বপুরুষরা এটি শুরু করেছিলেন। প্রতিবছর এমন আয়োজন অব্যাহত থাকুক। সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় এই উদ্যোগ নতুন প্রজন্মের কাছে ব্যাপক সাড়া ফেলবে, এটাই আশা রাখি।”
বাড়িয়া ইউনিয়ন যুব স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, “হাজার হাজার দর্শকের সমাগমে আমাদের আয়োজন সার্থক ও সফল হয়েছে। কষ্ট করে খেলা উপভোগ করছেন—তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
প্রহলাদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখার সদস্য মোঃ মোমেনা আকন্দ বলেন, “যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এই ধারা অব্যাহত থাকুক—আমরা এটাই চাই।”
বাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আল মামুন আব্দুল্লাহ বলেন, “আমরা সফল এবং সন্তুষ্ট। দর্শকরা টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলাটি উপভোগ করেছেন। এরকম আয়োজন যেন প্রতিবছর অব্যাহত রাখতে পারি, সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”