সাইফুল ইসলাম শুভ গাজীপুর:
গাজীপুর সদর উপজেলায় পিরুজালী এলাকার এক ভাড়াটিয়া অভিযোগ করেছেন, পুলিশের সোর্স পরিচয়ে ও বিএনপি নেতাদের সহযোগিতায় জোরপূর্বক তাঁর জমির গাছ কেটে নিয়ে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জয়দেবপুর থানার সামনে ভাওয়াল পাঠাগার চত্বরে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বেলায়েত চোকদার এ অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বেলায়েত চোকদার জানান, তিনি পিরুজালীর সড়কঘাট এলাকায় মাহাবুব নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন। তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় বর্তাপাড়া এলাকার সামসুল হকের ছেলে মো. হাসান দিনের আলোতে তাঁর জমি থেকে প্রায় তিন লাখ টাকার মেহগনি, আকাশমণি, সেগুন ও অন্যান্য মূল্যবান গাছ কেটে নিয়ে যান এবং সেগুলো ৭নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোশারফ হোসেনের কাছে বিক্রি করেন।
তিনি অভিযোগ করে বলেন, এ বিষয়ে ন্যায়বিচার পাওয়ার আশায় পিরুজালী ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমানের কাছে বিচারপ্রার্থী হলেও তিনি কোনো সমাধান না দিয়ে শুধু সময়ক্ষেপণ করেন।
বেলায়েত চোকদার সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমি একজন সাধারণ মানুষ। আমার কষ্টে লাগানো গাছ এভাবে কেটে নিয়ে যাওয়া অন্যায়। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
উপদেষ্টাঃ কবি,লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন।,সম্পাদক ও প্রকাশকঃ নাঈম,বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃরবিন টাওয়ার পুরানা পল্টন ঢাকা-১০০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ:০১৮১৯৪৫৯৫১২