, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমারখালীতে চাচীর গোসলের ভিডিও ধারন করে চাঁদা দাবির অভিযোগে দুই ভাতিজা গ্রেপ্তার। ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নেকসার আলীর মৃত্যু! ভাঙ্গায় কবরস্থানের মধ্যে ব্যান্ডেজ করা পলিথিন মোড়ানো এক খন্ড পা দেখার গেল সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন হাসনত তুহিন শৈলকূপায় ঈদুল আযহা উপলক্ষ্যে ওয়ালটন পণ্য দিচ্ছে বিশাল মূল্য  ছাড়  ভাঙ্গায় মাদ্রাসার শিক্ষক ছাত্রীকে বিয়ে করা পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ , আহত-২ শৈলকূপায় জনতার হাতে আটক মেছো বাঘ তানোরে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার বিতরণ করলেন আনসার কমান্ডার জামিরুল ইসলাম

চট্রগ্রাম পশ্চিম পটিয়া অন্তর্গত ৪নং কোলাগাওঁ ইউনিয়ন তিন নাম্বার ওয়ার্ডের সন্ত্রাসী হামলার শিকার হয় প্রতিদিন সময় টিভি প্রিন্ট পত্রিকার সাংবাদিক মোং রিদুয়ান চৌধুরী।

  • প্রকাশের সময় : ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৪৯ পড়া হয়েছে

 

মোং রিদুয়ান চৌধুরী

বাদী: মোং রিদুয়ান (২৬),পিতা আবদুল ছাত্তার, সাং কোলাগাওঁ, কবির মাঝির বাড়ী,৩নং ওয়াড, ৪নং কোলাগাঁও ইউনিয়ন, থানা পটিয়া, জেলা চট্রগ্রাম।

বিবাদী: ১।মোং সাজ্জাদ(২৫),পিতা আবদুস ছালাম, সাং কোলাগাওঁ কবির মাঝির বাড়ী, ৩নং ওয়াড,৪নং কোলাগাঁও ইউনিয়ন, ২। শহিদুল ইসলাম সাকিল (২৫), পিতা মোং সিরাজুল হক, ৩। মোং আরিফ (২৬),পিতা আবদুর করিম, সাং কোলাগাঁও শামসুল ইসলাম চেয়ারম্যানর বাড়ি, ৩নং ওয়াড, ৪নং কোলাগাঁও ইউনিয়ন, থানা : পটিয়া, জেলা চট্রগ্রামসহ অজ্ঞাতনামা ৩/৪ জন।
ঘটনার তারিখ ও সময় : ২২/০৩/২০২৫ইং তারিখ রাত অনুমান ৭.০০। ঘটিকা য়থাবিহীত সম্মানপৃবক বিনীত এই যে আমি মিন্মস্বাক্ষরকারী বর্ণিত বিবাদীদের বিরুদ্ধে এই মমে অভিযোগ দায়ের করিতেছি যে আমি চট্রগ্রাম বহদ্দারহাটস্হ ‘প্রতিদিন সময় টিভি, অনলাইন প্রিন্ট প্রত্রিকা’র সাংবাদিক হিসেবে কর্মরত আছি। বর্ণিত বিবাদীগণ মাদক সেবনকারী, সন্ত্রাসী, হাঙ্গামাকারী, জুলুমবাজ, অত্যাচারী,অসামাজিক, ঝগড়াটে, বদমেজাজী,এবং অসৎ প্রকৃতির লোক বটে। তাহারা দেশের আইন কানুন মান্য করে না। এলাকায় নানান অপকর্ম করা নেশা ও পেশা। বিগত কয়েক সপ্তাহ যাবৎ আমি আমাদের এলাকায় মাদক আসক্তকারীদের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আমার অনলাইন প্রিনট পত্রিকার নিউজ করি ২২/৩/২০২৫ ইংরেজি তারিখ রাত অনুমান ৭.০০ ঘটিকার সময় আমি অফিসে কাজ শেষ করে চট্টগ্রাম বহদ্ধারহাট হতে বাস যোগে কোলাগাওঁ টেকে নামীয়ে স্হানে নেমে পায়ে হেটে নিজ বাড়ী উদ্দেশ্যে আসার সময় পটিয়া থানাধীন কোলাগাঁও সাকিনস্হ জুড়িয়া পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন নতুন রাস্তার মোড়ে পৌছিলে বর্ণিত বিবাদীগণ আমাকে ঝাপটাইয়া ধরে মাদক বিষয়ে অনলাইন প্রিন্ট পত্রিকা দেওয়ার কারণ জিজ্ঞাসা করিলে আমি যেটি সত্য এবং আমার পেশাগথ কাজ সেটি সমাজে ও দেশে স্বার্থে তুলে ধরার প্রচেষ্টা করেছি বলিলে তাহারা ক্ষিপ্ত হইয়া আমাকে এলোপাতারী মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। ১নং বিবাদী হাতে থাকা চাকু দিয়ে আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথায় পোজ মারিলে উক্ত চাকুর পোজ আমার মাথার বাম পার্শ্বে লাগিয়া মারাত্নক কাটা রক্তাক্ত জখম করে।২নং বিবাদী আমার গলা চাপিয়া ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। ৩নং বিবাদী হাতে থাকা গাছের বাঠাম দিয়ে আমার পিঠে, কোমরে, ঘাড়ে উপর্যপুরী বারী মারিয়া ফুলা জখম করে। আমার শোরচিৎকারে
আমার পিতা ও আশেপাশে লোকজন আগাইয়া আসিলে বর্ণিত বিবাদীগণ যাওয়ার সময় অকথ্য ভাষার গালমন্দ করিয়া বলে যে, উক্ত বিষয়ে মামলা মোকার্দ্দমা করিলে আমাকে ও আমার পরিবারের সদস্যদেকে বহিরাগত লোকজন দিয়ে প্রাণে হত্যা করিবে ও মিথ্যা মামলা দিয়া হয়রানী করিবে মমে হুমকি দেয়। স্থানীয় লোকজনের সহায়তায় আমাকে পটিয়া স্বাস্হ্য কমপ্লেক্স নিজের চিকিৎসা করায়। পরবর্তীতে উক্ত বিষয় গণ্যমান্য ব্যক্তি অবগত করিয়া পটিয়া থানাধীন অভিযোগ করি।
পটিয়া থানার কাছ থেকে আমি সঠিক বিচার পাবো বলে আশা প্রকাশ করি এবং দুর্বৃত্তকারীদের দ্রুত গ্রেপ্তার করবেন।

চট্রগ্রাম পশ্চিম পটিয়া অন্তর্গত ৪নং কোলাগাওঁ ইউনিয়ন তিন নাম্বার ওয়ার্ডের সন্ত্রাসী হামলার শিকার হয় প্রতিদিন সময় টিভি প্রিন্ট পত্রিকার সাংবাদিক মোং রিদুয়ান চৌধুরী।

প্রকাশের সময় : ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

 

মোং রিদুয়ান চৌধুরী

বাদী: মোং রিদুয়ান (২৬),পিতা আবদুল ছাত্তার, সাং কোলাগাওঁ, কবির মাঝির বাড়ী,৩নং ওয়াড, ৪নং কোলাগাঁও ইউনিয়ন, থানা পটিয়া, জেলা চট্রগ্রাম।

বিবাদী: ১।মোং সাজ্জাদ(২৫),পিতা আবদুস ছালাম, সাং কোলাগাওঁ কবির মাঝির বাড়ী, ৩নং ওয়াড,৪নং কোলাগাঁও ইউনিয়ন, ২। শহিদুল ইসলাম সাকিল (২৫), পিতা মোং সিরাজুল হক, ৩। মোং আরিফ (২৬),পিতা আবদুর করিম, সাং কোলাগাঁও শামসুল ইসলাম চেয়ারম্যানর বাড়ি, ৩নং ওয়াড, ৪নং কোলাগাঁও ইউনিয়ন, থানা : পটিয়া, জেলা চট্রগ্রামসহ অজ্ঞাতনামা ৩/৪ জন।
ঘটনার তারিখ ও সময় : ২২/০৩/২০২৫ইং তারিখ রাত অনুমান ৭.০০। ঘটিকা য়থাবিহীত সম্মানপৃবক বিনীত এই যে আমি মিন্মস্বাক্ষরকারী বর্ণিত বিবাদীদের বিরুদ্ধে এই মমে অভিযোগ দায়ের করিতেছি যে আমি চট্রগ্রাম বহদ্দারহাটস্হ ‘প্রতিদিন সময় টিভি, অনলাইন প্রিন্ট প্রত্রিকা’র সাংবাদিক হিসেবে কর্মরত আছি। বর্ণিত বিবাদীগণ মাদক সেবনকারী, সন্ত্রাসী, হাঙ্গামাকারী, জুলুমবাজ, অত্যাচারী,অসামাজিক, ঝগড়াটে, বদমেজাজী,এবং অসৎ প্রকৃতির লোক বটে। তাহারা দেশের আইন কানুন মান্য করে না। এলাকায় নানান অপকর্ম করা নেশা ও পেশা। বিগত কয়েক সপ্তাহ যাবৎ আমি আমাদের এলাকায় মাদক আসক্তকারীদের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আমার অনলাইন প্রিনট পত্রিকার নিউজ করি ২২/৩/২০২৫ ইংরেজি তারিখ রাত অনুমান ৭.০০ ঘটিকার সময় আমি অফিসে কাজ শেষ করে চট্টগ্রাম বহদ্ধারহাট হতে বাস যোগে কোলাগাওঁ টেকে নামীয়ে স্হানে নেমে পায়ে হেটে নিজ বাড়ী উদ্দেশ্যে আসার সময় পটিয়া থানাধীন কোলাগাঁও সাকিনস্হ জুড়িয়া পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন নতুন রাস্তার মোড়ে পৌছিলে বর্ণিত বিবাদীগণ আমাকে ঝাপটাইয়া ধরে মাদক বিষয়ে অনলাইন প্রিন্ট পত্রিকা দেওয়ার কারণ জিজ্ঞাসা করিলে আমি যেটি সত্য এবং আমার পেশাগথ কাজ সেটি সমাজে ও দেশে স্বার্থে তুলে ধরার প্রচেষ্টা করেছি বলিলে তাহারা ক্ষিপ্ত হইয়া আমাকে এলোপাতারী মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। ১নং বিবাদী হাতে থাকা চাকু দিয়ে আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথায় পোজ মারিলে উক্ত চাকুর পোজ আমার মাথার বাম পার্শ্বে লাগিয়া মারাত্নক কাটা রক্তাক্ত জখম করে।২নং বিবাদী আমার গলা চাপিয়া ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। ৩নং বিবাদী হাতে থাকা গাছের বাঠাম দিয়ে আমার পিঠে, কোমরে, ঘাড়ে উপর্যপুরী বারী মারিয়া ফুলা জখম করে। আমার শোরচিৎকারে
আমার পিতা ও আশেপাশে লোকজন আগাইয়া আসিলে বর্ণিত বিবাদীগণ যাওয়ার সময় অকথ্য ভাষার গালমন্দ করিয়া বলে যে, উক্ত বিষয়ে মামলা মোকার্দ্দমা করিলে আমাকে ও আমার পরিবারের সদস্যদেকে বহিরাগত লোকজন দিয়ে প্রাণে হত্যা করিবে ও মিথ্যা মামলা দিয়া হয়রানী করিবে মমে হুমকি দেয়। স্থানীয় লোকজনের সহায়তায় আমাকে পটিয়া স্বাস্হ্য কমপ্লেক্স নিজের চিকিৎসা করায়। পরবর্তীতে উক্ত বিষয় গণ্যমান্য ব্যক্তি অবগত করিয়া পটিয়া থানাধীন অভিযোগ করি।
পটিয়া থানার কাছ থেকে আমি সঠিক বিচার পাবো বলে আশা প্রকাশ করি এবং দুর্বৃত্তকারীদের দ্রুত গ্রেপ্তার করবেন।