সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার ৭ নং শোভনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাদারতলা মহানন্দ বাজারে ১৮ ই ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার সার্বজনীন দূর্গা মন্দির মাঠ প্রাঙ্গনে ৯ম বারের মত মতুয়া মহাসম্মেলন ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
শ্রী স্বপন কুমার মিস্ত্রীর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন শ্রী নিত্যানন্দ মন্ডল (আহবায়ক বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট খুলনা জেলা শাখা ও সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি),প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,মতুয়াচার্য্য শ্রী সাগর সাধু ঠাকুর (মহা সচিব বাংলাদেশ মতুয়া মহাসংঘ ও ধামকর্তা শ্রীধাম লক্ষীখালী,অন্যতম অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,শ্রী গোবিন্দ হালদার (সদস্য সচিব বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট খুলনা জেলা শাখা ও কেন্দীয় কমিটি,আলোকিত অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,শ্রী সমীর সাহা ( আহবায়ক বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট খুলনা মহানগর শাখা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শ্রী পরিতোষ কুমার বালা (যুগ্ম আহবায়ক বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট খুলনা জেলা শাখা,বরেণ্য অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,শ্রী সৌমেন্দ্র নাথ কুন্ডু টুটুল (আহবায়ক বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট ডুমুরিয়া উপজেলা শাখা,মান্যবর অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,শ্রী প্রশান্ত কুমার রায় ( উপদেষ্টা বাংলাদেশ মতুয়া মহাসংঘ),সম্মানিত অতিথী শ্রী বিপ্লব সরদার যুগ্ম আহবায়ক বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট ডুমুরিয়া উপজেলা শাখা,প্রধান পৃষ্ঠপোষক ছিলেন,শ্রী পঞ্চানন ঢালী ( সিনিয়র টেকনিক্যাল এডভাইজর) ও হরিভক্ত। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শ্রী তন্ময় মিস্ত্রী সাধারন সম্পাদক মতুয়া মহা সম্মেলন উদ্যাপন কমিটি,অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শ্রী মৃণাল কান্তি বিশ্বাস সদস্য ৮ নং ওয়ার্ড ও শ্রী মনোতোষ গোলাদার। এ্যাডভোকেট নিউটন মন্ডল (জর্জকোর্ট,খুলনা) ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শ্রী রাজীব গোলদারের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মহামতুয়াচার্য্য শ্রী সুব্রত ঠাকুর (কার্যকরী সভাপতি বাংলাদেশ মতুয়া মহাসংঘ ও ঠাকুর শ্রীধাম ওড়াকান্দি।
হাজার হাজার সনাতনী মানুষের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গল তীর্থ মেলায় পূর্ণ হয়। ডাঙ্কার বাজনা ও হরিবল ধন্নিতে চারপাশ মুখরিত হয়ে উঠে। ভক্তদের উপস্থিতি ছিলো অন্যবারের ন্যায় বেশি। গ্রামবাসী সহ নিকটস্থ সকল এলাকাবাসীর প্রচেষ্টায় কীর্তন শেষে প্রসাদের ও সুব্যবস্থা ছিলো। ধর্মগুরু শ্রী অরুন কুমার মন্ডল ও শ্রী পরিতোষ কুমার মন্ডলে,শ্রী জ্যোতিষ চন্দ্র মন্ডল এর পৌরহিত্য মাধ্যমে ও প্রধান আলোচক,প্রধান অতিথী, সহ বিশেষ অতিথীর বক্ত্যবর পরবর্তীতে সন্ধ্যা আরতীর মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনায় এ শুভ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
উপদেষ্টাঃ কবি,লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন।,সম্পাদক ও প্রকাশকঃ নাঈম,বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃরবিন টাওয়ার পুরানা পল্টন ঢাকা-১০০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ:০১৮১৯৪৫৯৫১২