
সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
সারা দেশের মতো রাজশাহীর তানোর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩২।সোমবার (১৪ এপ্রিল)সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়।নতুন বছরকে স্বাগত জানাতে অনুষ্ঠিত এই শোভাযাত্রা উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।এতে স্কুল,কলেজ,মাদ্রাসা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পেশার মানুষ ঐতিহ্যবাহী সাজে অংশগ্রহণ করেন।পুরো উপজেলা জুড়ে বিরাজ করে উৎসবের আমেজ।শোভাযাত্রা শেষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,“বাংলাদেশ একটি বৈচিত্র্যপূর্ণ দেশ।আমাদের সংস্কৃতির মধ্যেই রয়েছে সেই বৈচিত্র্যের ছাপ।এই বৈচিত্র্যকে সম্মান জানিয়ে,ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে।বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়,এটি আমাদের জাতীয় ঐতিহ্যের প্রতীক।তিনি আরও বলেন,“নতুন বছর নতুন সম্ভাবনা নিয়ে আসে।আসুন আমরা সবাই মিলে ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশের উন্নয়নে কাজ করি এবং ভ্রাতৃত্ববোধে গড়ে তুলি এক ঐক্যবদ্ধ সমাজ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের শেষে ভেদাভেদ ভুলে একসাথে বসবাস ও দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।