সুজন তানোর (রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর তানোর বাজারে সবজি সাধারণের নাগালে থাকলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম।এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ব্রয়লার মুরগিতে দাম বেড়েছে ২০-৩০ টাকা।সোমবার(২৪ ই মার্চ)সকালে তানোর উপজেলার বিভিন্ন সবজির বাজার ও মুরগির দোকান ঘুরে এ তথ্য জানা গেছে।বাজার ঘুরে দেখা যায়,গত সপ্তাহে প্রতি কেজি ১৬৫ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ২১৫-২২০ টাকায়।এছাড়া লেয়ার ৩৩০ ও সোনালি মুরগি ৩০৫টাকা কেজিতে বিক্রি হচ্ছে।পাইকারি সবজিবাজার ঘুরে দেখা গেছে,শসা গত সপ্তাহে পাইকারি কেজি ২০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২৫-৩০টাকা করে।এছাড়া অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি করলা ৪৫ টাকা,ঢেঁড়স ৫০ টাকা,বরবটি ৫০-৬০ টাকা,বেগুন ৬০টাকা ও কাঁচা মরিচ ৪০-৫০টাকায় বিক্রি হচ্ছে।এছাড়া অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে।ব্যবসায়ীরা বলছেন দেশের বিভিন্ন স্থানে সবজির উৎপাদন ভালো হওয়ায় সকল সবজির দাম কমে সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে এসেছে।পাইকারি ব্যবসায়ীরা জানান,গত এক মাস সবজির দাম কম।এর মূল কারণ এবার দেশের বিভিন্ন স্থানে সবজির উৎপাদন ভালো হয়েছে।এর প্রভাবে খুচরা বাজারেও সবজি কম মূল্যে বিক্রি হচ্ছে।তবে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন খরচের দোহাই দিয়ে পাইকারি বাজার থেকে সবজি কিনে দ্বিগুণ মূল্যে খুচরা বাজারে বিক্রি করেন।তানোর বাজারের খুচরা সবজি বিক্রেতা বলেন,পাইকারি বাজার থেকে সবজি কেনার পর তা পরিবহন ও শ্রমিকের ব্যয় রয়েছে।তাই খুচরা বাজারের সঙ্গে পাইকারি বাজারের তুলনা হয় না।তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জনাব লিয়াকত সালমান বলেন,অতিরিক্ত মূল্যবৃদ্ধি রোধে প্রায় প্রতিদিনই বাজার মনিটরিং করা হচ্ছে।বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে।এবং বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টাঃ কবি,লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন।,সম্পাদক ও প্রকাশকঃ নাঈম,বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃরবিন টাওয়ার পুরানা পল্টন ঢাকা-১০০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ:০১৮১৯৪৫৯৫১২