
সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
সারা দেশের মতো রাজশাহীর তানোর উপজেলায় আগামীকাল বৃহস্পতিবার(১০ এপ্রিল)সকাল ১০টা থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন তানোর উপজেলায় ৪টি কেন্দ্রে মোট ২ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী,এসএসসি ও সমমানের এই পরীক্ষায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মধ্যে কেন্দ্র গুলো হলো তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ৩শ’৪৫ জন,তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫শ’৯ জন।কিসমত বিল্লী স্কুল এ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪শ’৬৮ জন, মুন্ডমালা সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭ শ”৯ জন।অপর দিকে মুন্ডমালা কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪শ’৯৯ জন এবং তানোর পৌরসভা টেকনিক্যাল ও বিজনেস কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ১শ’৫০ জন।তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব মাইনুল ইসলাম সেলিম বলেন,সুষ্ঠ ভাবে পরীক্ষা গ্রহনের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন,আগামী ১০এপ্রিল সকাল ১০টায় এক যোগে পরীক্ষা কেন্দ্র গুলো সুষ্ঠ ভাবে পরীক্ষা গ্রহনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।সকল শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে সকল শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।তিনি আরোও বলেন,শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক কোন শিক্ষক পরিক্ষার হলে মোবাইল ফোন সঙ্গে আনলে,অথবা অসদুপায় অবলম্বন করলে উক্ত শিক্ষকের এমপিও বন্ধ হবার মত কঠিন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।এসময় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন,পরীক্ষা শুরু থেকে শেষ দিন পর্যন্ত তানোরে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে এবং পরীক্ষা চলাকালীন দিনগুলোতে পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখতে হবে।লিয়াকত সালমান আরো বলেন,সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।তিনি আরও বলেন,পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণই আমাদের প্রধান লক্ষ্য।উল্লেখ্য,সারাদেশে একযোগে শুরু হওয়া এ পরীক্ষা তানোর উপজেলায়ও এক উৎসবমুখর পরিবেশে আয়োজনের প্রত্যাশা করছে প্রশাসন ও অভিভাবকরা।এবং পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে।এবং গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে ৩৭৩ জন।গতবার ৩ হাজার ৩৯ জন পরীক্ষার্থী ছিলেন।