
সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ
রাজশাহীর তানোরে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রান্তিক কৃষকদের মাঝে(আমন চাষী)সরকারের দেয়া ভুর্তুকির সার ও বীজ বিনামুল্য বিতরণ করা হয়েছে।জানাগেছে, সোমবার (২৪ ই মার্চ)উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থ বছরে খরীপ-২ কৃষি পূর্ণবাসন কর্মসূচির আওতায় ৬ হাজার ১৫০জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিকসার বিতরণ করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব লিয়াকত সালমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খান,প্রাণী সম্পদ কর্মকর্তা ড.ওয়াজেদ আলী,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাৎ হোসেন,আলী রিয়াজ,উদ্ভিদ কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার প্রমুখ।কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল্লাহ আহম্মেদ জানান,এবারে৬১৫০প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যের বীজ সার দেয়া হচ্ছে। এর মধ্যে ৬০০০ কৃষক জনপ্রতি বীজ ৫ কেজি,ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ১০ কেজি করে পাবেন এই প্রণোদনা।৫০ জন কৃষক জনপ্রতি মুগ ডাল বীজ ৫ কেজি, ডিএপি ১০কেজি ও এমওপি সার ৫ কেজি করে পাবেন। এছাড়াও ১০০ জন কৃষক জনপ্রতি তীল বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে পাবেন।এসময় উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।