
সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোর মুন্ডুমালা বাজারে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন তানোর মুন্ডুমালা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) মাসতুরা আমিনা।শনিবার(২২ ই মার্চ)বিকালে সবজি, ডিম,ব্রয়লার মুরগি,আলু,ডাল,পিঁয়াজ,রসুন,আদা,ভোজ্য তেল,ছোলা ও চিড়াসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন মুন্ডুমালা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মাসতুরা আমিনা।এ সময় মুন্ডুমালা পৌর প্রশাসক মাসতুরা আমিনা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে তানোর উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং করা হচ্ছে এবং মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়সীমার মধ্যে রাখতে নিয়মিত এই বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে ।এসময় উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম সচিব(অতিঃদাঃ) এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার,মুন্ডুমালাপৌরসভা,নাজমুল হোদা সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার,মানারুল ইসলাম মুন্ডুমালা বাজার পরিদর্শক,মুন্ডুমালা পৌরসভা।মুন্ডুমালা বণিক সমিতির সভাপতি তুহিন ও সম্পাদক হান্নান উপস্থিত ছিলেন।