সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর তানোরে অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেমাই চিনি আর পোলার চাল বিতরণ করা হয়।আজ ২৮ মার্চ শুক্রবার ২৭ রমজান পড়ন্ত বিকেলে তানোর সদরে অবস্থিত আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন,বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ও তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপদেষ্টা কৃষিবিদ মামুনূর রশিদ মামুন। মূলত তারই সার্বিক সহযোগীতায় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে সেমাই,চিনি ও পোলার চাল বিতরণ শেষে মোরগ পোলাও দিয়ে ইফতার অনুষ্ঠিত হয়।থানা মসজিদের পেশ ঈমাম রফিকুল ইসলাম দোয়া ও মোনাজাত করেন।এতে প্রধান অতিথি তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান বিশেষ কারণে উপস্থিত হতে না পারায় বাংলাদেশ ছাত্রদল তানোর উপজেলা শাখার সাবেক সভাপতি এম এ মালেক মন্ডল প্রধান অতিথির বক্তব্য দেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর বিএনপির প্রবীন অন্যতম ত্যাগী নেতা ওমর আলী ও জেলা কৃষকদলের যুগ্ন সম্পাদক আব্দুর রশিদ।আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইন।তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার এ্যাডভোকেসি ও নারী শিশু বিষয়ক সম্পাদক মোসা.সোনিয়া আক্তার সাথীর সঞ্চালনায় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এমন উপহার পেয়ে প্রতিবন্ধী পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছেন।
উপদেষ্টাঃ কবি,লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন।,সম্পাদক ও প্রকাশকঃ নাঈম,বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃরবিন টাওয়ার পুরানা পল্টন ঢাকা-১০০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ:০১৮১৯৪৫৯৫১২