সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
"উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজসেবায়” এই শ্লোগানে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে গৃহীত স্কীম বাস্তবায়নে ভিক্ষুক পুনর্বাসন উপকরণ বিতরণ করা হয়েছে।সোমবার (২৮ এপ্রিল)সকাল ১১ টায় তানোর উপজেলা কার্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ১০ জন ভিক্ষুককে পুনর্বা সনের জন্য ১ টি করে ছাগল ও নগদ ৩০০০টাকা বিতরণ করা হয়।উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুক পুনর্বাসন উপকরণ বিতরণ করেন,তানোর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক লিয়াকত সালমান।এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণ সম্পদ কর্মকর্তা ওয়াজেদ আলী,উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান সহ সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।ভিক্ষুদের মাঝে বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে ছাগল বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও লিয়াকত সালমান বলেন,‘ভিক্ষাভিত্তি কোন পেশা নয়,ভিক্ষা করে দারিদ্র্যমুক্ত দূরীকরণ করা যায় না। তাই তানোর উপজেলার ২টি পৌর সভা ও ৭টি ইউনিয়ন থেকে ১০ জন ভিক্ষুককে ভিক্ষাবৃত্তি নিরসনে ১টি করে ছাগল ও নগদ টাকা বিতরণ করা হয়।
উপদেষ্টাঃ কবি,লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন।,সম্পাদক ও প্রকাশকঃ নাঈম,বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃরবিন টাওয়ার পুরানা পল্টন ঢাকা-১০০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ:০১৮১৯৪৫৯৫১২