
তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন- টুটুল।
রাজশাহী জেলার তানোর উপজেলার ৫নং তালন্দ ইউপির ৯টি ওয়ার্ডের (১.০২০) এক হাজার বিশ জন দুস্থ-দরিদ্র নারী- পুরুষের মাঝে (টিসিবি) ডিলার পার্থ ভ্যারাইটি স্টোর (প্রোঃ শ্রী উজ্জ্বল চন্দ্র হালদার) গোল্লাপাড়া বাজার, তানোর, রাজশাহী এর মাধ্যমে খাদ্যপণ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে।
উপস্থিত তথ্য চিত্রে দেখা গেছে, আজ ১২-এপ্রিল (শনিবার) সকাল ৯-৩০ মিনিটে তানোর উপজেলার ৫নং তালন্দ ইউনিয়ন ভবন কমপ্লেক্সের পূর্ব পার্শ্বের হাবিবুর সুপার মার্কেটে তালন্দ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট (১.০২০) এক হাজার বিশ জন দুস্থ-দরিদ্র নারী- পুরুষের মাঝে
(টিসিবি) ডিলার পার্থ ভ্যারাইটি স্টোর (প্রোঃ শ্রী উজ্জ্বল চন্দ্র হালদার) গোল্লাপাড়া বাজার, তানোর, রাজশাহী’ এর মাধ্যমে খাদ্যপণ্য সামগ্রী বিক্রয় করা হয়।
উল্লেখযোগ্য খাদ্যপণ্য সামগ্রী প্রতি কেজির মূল্য যথাক্রমে
পাঁচ কেজি চাউল- প্রতি কেজি চাউল = ৩০ টাকা দরে ৩০×০৫=১৫০, টাকায়, দুই কেজি ডাউল= ৬০ টাকা দরে ৬০×২=১২০, টাকায়, ও দুই কেজি সোয়াবিন তৈল ১০০ দরে ১০০×২= ২০০ টাকায় ও ১ কেজি চিনি ৭০ টাকা দরে ৭০×১=৭০ সর্ব মোট (৫৪০) পাঁচ শত চল্লিশ টাকা নগদ মুল্যে বিক্রয় করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন (টিসিবি’র) ডিলার কতৃক খাদ্য সামগ্রী বিতরণে দায়িত্ব প্রাপ্ত তানোর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এর কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী।
এছাড়াও স্থানীয় শুশিল সমাজের গণ্য-মান্য বেক্তিবর্গ উপস্থিত ছিলেন।