
মো. বাদল হোসেন
মির্জাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইল মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নে তেলিপাড়া প্রবাসী ঐক্য জোটের পক্ষ হতে এতিম,অসহায়, গরিব ও সুবিধা-বঞ্চিত ৭৫টি পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার(২৮ মার্চ) সকাল ১০ ঘটিকায় বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের তেলিপাড়া বাসস্ট্যান্ডে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশতৈল ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. সোহরাব হোসেন,তেলিপাড়ার সমাজ সেবক সুজেল সিকদার,প্রবাসী ঐক্যজোটের পক্ষ হতে ছবুর হোসেন সবুজ,জুয়েল রানা এবং বুলবুল শিক্ষা পরিবার বাঁশতৈল শাখার সিনিয়র সহকারী শিক্ষক নয়ন সিকদার সহ তেলিপাড়া গ্রামের স্থানীয় ব্যক্তিবর্গ।
ইউনিয়নের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা ৭৫টি অসহায় পরিবারকে ঈদ উপহার সামগ্রী হিসেবে চাউল,চিনি,দুধ,সেমাই, তৈল,সাবান ও মুরগী দেয়া হয়।
সুবিধা-বঞ্চিত পরিবারের মধ্যে আব্দুল,ইব্রাহিম ও তসিরন বেগম বলেন,আমরা ঈদের উপহার হিসেবে সামগ্রীগুলো পেয়ে খুব খুশি হয়েছি।সমাজে যারা অসহায় ও নিম্নবিত্ত পরিবার আছে তাদের কথা ভেবে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে যারা দিয়েছেন আল্লাহ তাদের মঙ্গল করুক।
তেলিপাড়া প্রবাসী ঐক্যজোটের ছবুর হোসেন বলেন,আমরা প্রবাসীরা সকলের প্রচেষ্টা নিয়ে ৫-৬ বছর আগে প্রথমদিকে ৩০ প্যাকেট থেকে বিতরণ কাজ শুরু করি।এরপর এটি পর্যায়ক্রমে বাড়াতে বাড়াতে এ বছর ৭৫টি পরিবারে বিতরণ করতে সক্ষম হয়েছি।আগামীতে আল্লাহর রহমতে সকলের প্রচেষ্টায় আরও বড় পরিসরে বিতরণ চেষ্টা করবো।
সাবেক মেম্বার সোহরাব হোসেন বলেন,এলাকার প্রবাসী ঐক্যজোটের তরুণ ছেলেদের এমন সামাজিক কল্যাণমূলক কাজ সত্যিই প্রশংসনীয়।সকল ধরনের ভালো কাজে পাশে আছি ও থাকবো।