
স্টাফ রিপোর্টার শ্রীপুর,গাজীপুর।
মজমূল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
২৩ মার্চ বাদ আছর নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়নের প্রতাপপুর হাই স্কুল মাঠে, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতাপপুর হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মজমূল হক আলতু মেম্বারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলাম ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজমূল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এমদাদুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের সেই ৫৫ বছর বয়সী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও দৈনিক করতোয়া পত্রিকার সংবাদদাতা বেলায়েত শেখ।
আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়েতে সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুর রহমান, নেত্রকোনা পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম, সাংবাদিক শামীম তালুকদার , প্রতাপপুর হাই স্কুলের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন তুষার প্রমুখ।