
আলমগীর হোসেন বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার(২৮ মার্চ) বিকেল ৫ ঘটিকার সময় হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত)সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক গনমুক্তি পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান সাংবাদিক মাজহারুল ইসলাম চপল।এসময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রেসক্লাবের দায়িত্বশীলরা সকল সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এবং সাংবাদিকদের যেকোনো বিপদ-আপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।দোয়া ও ইফতার মাহফিলে হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল রানা,রায়হান সরকার,আলমগীর হোসেন,সাহাবুর রহমান,আল-আমিন স্বাধীন,সার্ভেয়ার সোহেল রানা,শামীম হোসেন, আশিক ইসলাম, রাজু আহম্মেদ,আবু রায়হান।