
মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় সোহাগপুর শ্যামকিশোর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২৭ শে মার্চ ২০২৫ ইং (বৃহস্পতিবার) বিকাল ৩,০০ ঘটিকা হইতে জাতীয় নাগরিক পার্টি (এন, সি ,পি ) এর উদ্যোগে গন ইফতার মাহফিল ও হামদ -নাত প্রতিযোগিতা ২০২৫ ইং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় তরুনেরা অংশগ্রহণে হামদ্-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ,প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মধ্যে বাছাই করে তিন জনকে পুরষ্কৃত করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ মাহিন সরকার, যুগ্ন সদস্য সচিব,জাতীয় নাগরিক পার্টি (এন ,সি ,পি), সাবেক সমন্বয়ক,বৈশষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মুসা হাসেমী,বেলকুচি উপজেলা প্রধান ছাত্র সমন্বয়ক,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ নাজমুল হোসেন, এই সময়ে দাওয়াতী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এবং বেলকুচি উপজেলার সকল স্তরের সকল শ্রেনীর জনসাধারন উপস্থিত ছিলেন ।
সকল বক্তার কন্ঠে আওয়াজ ছিল, ক্ষমতা না জনতা ,জনতা ,জনতা, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ ,জিন্দাবাদ, এই সময়ে বক্তারা বলেন, বিগত প্রায় ১৭ বছর প্যাসিস্ট সরকার শেখ হাসিনা দমন পিরন চালিয়েছে ,একমাত্র তাঁদের দলের নেতাকর্মীরা ব্যতীত সকল দলের নেতাকর্মীদের উপর, হামলা মামলা করে তাদের জেলে ঢুকিয়ে রেখেছে , তখন আইনের শাসন বলতে কিছুই ছিল না ।
এ সময় বক্তারা আরো বলেন, আমরা দেশের সকল স্তরের জনসাধারণকে সাথে নিয়ে এই প্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছি, আগামী বাংলাদেশ হবে জনগণের ,আমরা সকলকে সাথে নিয়ে সেই লক্ষ্যে কাজ করে যাব ।
স্বৈরাচার প্যাসিস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পর এই দেশকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ এবং কি তাহার দলের সকল নেতাকর্মী গুজব নিয়ে ব্যস্ত আছে , সকলে তাদের গুজব কে প্রতিহত করে এবং কি ভবিষ্যতে এই সরকার আর যেন এই দেশে ক্ষমতায় এসে এই ধরনের অত্যাচার নিপীড়ন জুলুম নির্যাতন না করতে পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে ।
পরিশেষে বিশেষ মোনাজাত ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।