
মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দলিল লেখক সমবায় সমিতির নির্বাচন ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে,
১৩ই মার্চ বৃহস্পতিবার বেলকুচি উপজেলা ভুমি অফিস সংলগ্ন দলিল লেখক সমবায় সমিতির কার্যালয় কক্ষে সকাল ১০,০০ ঘটিকা হইতে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১২,০০ ঘটিকা পযন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।
বেলকুচি উপজেলা দলিল লেখক সমবায় সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে পালন করেন- বেলকুচি পৌর সাবেক প্রশাসক ও উপজেলা বিএনপি-র সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভুইয়া।
দলিল লেখক সমবায় সমিতির নির্বাচনে পরিচালকের দায়িত্ব পালন করেন, বেলকুচি উপজেলা শাখার বিএনপি`র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল।
বেলকুচি উপজেলা বিএনপি`র সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলার আমীর এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল,
বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক সদস্য সচিব বনি আমিন। এছাড়াও এ সময়ে দলিল লেখক সমবায় সমিতির ভোটার তালিকা অনুযায়ী ভোটারগণ এবং ভোটের সাথে সংশ্লিষ্ট আরো অনেক লোক ও ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ এ সময়ে উপস্থিত ছিলেন
নির্বাচনে ৬ জন প্রতিদ্বন্দি প্রার্থী ছিলেন। ২ জন সভাপতি পদে ২ জন সাধারণ সম্পাদক, পদে ২ জন কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন,
মোট ভোটা সংখ্যা ৬৭ টি এর মধ্যে ভোটার গন ৬৬ টি ভোট প্রদান করেন। মতিয়ার রহমান( লাভলু) সভাপতি পদে ৩৬ ভোট পান তাহার প্রতিদ্বন্দী মুস্তাফিজুর রহমান ৩০ ভোট পান
সাধারণ সম্পাদক পদে মুনসুর রহমান ৩৪ ভোট পান
তাহার প্রতিদ্বন্দী ইকবাল হোসেন তালুকদার ৩২ ভোট পান
কোষাধ্যক্ষ পদে শহিদুল ইসলাম মল্লিক ৩৫ ভোট পান তাহার প্রতিদ্বন্দী আল মামুন পান ৩১ ভোট,
বেলকুচির দলিল লেখক সমবায় সমিতির ২০২৫ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন মতিয়ার রহমান( লাভলু) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মুনসুর রহমান, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হনশহিদুল ইসলাম মল্লিক।