মোঃ রিপন শেখ ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ
রবিবার(২৭ এপ্রিল) সকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামে আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে।
গুরুতর আহত ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, শনিবার সুয়াদি গ্রামের শাহজাহান মিয়ার আম গাছ থেকে একই এলাকার রবিউল মিয়া আম পাড়ে। এই আম পাড়াকে কেন্দ্র করে রবিউল মিয়ার সঙ্গে শাজাহান মিয়ার মেয়ে রুমার সাথে কথা কাটাকাটি হয়। এই ঘটনার একদিন পরে রবিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সরকি, রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে চুন্নু মিয়া(৪২), ইয়াছিন(১৭), শাহাদাত মিয়া, মিরান মিয়া(৬৫), আলি মিয়া(৭৮), শহিদুল ইসলাম(২২), লাভলু(৫৫), শাহাবুদ্দিন(৩২), সোহাগ(৩৫), বাবলু মিয়া(৪৫), সাগর মিয়া(৩০), এনায়েত(২৬), সজিব(২৫), নাজমুল হুদা(২১), বোরহানউদ্দিন(৬০), এদেরকে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আবুল বাশার(৩০), রহমান মিয়া(৩২), সোহাগ মিয়া(৪০), রহিমা বেগম(৩০), শাহিন মিয়া(২৮) কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এবিষয়ে ভাংগা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টাঃ কবি,লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন।,সম্পাদক ও প্রকাশকঃ নাঈম,বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃরবিন টাওয়ার পুরানা পল্টন ঢাকা-১০০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ:০১৮১৯৪৫৯৫১২