
মোঃ কাউছার মিয়া।
মনোহরদী উপজেলার হাতিরদিয়া কলা বাজারে আজ শুক্রবার এক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। হাতিরদিয়া বাজারের কলার হাটের সরকারী খাস জমিতে বে-আইনীভাবে এক ব্যক্তি নির্মান কাজ করতে থাকলে আজ পরিচালিত উচ্ছেদ অভিযানের মাধ্যমে সেটি অপসারন করা হয়েছে।
মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারের কলার হাটে জজ মিয়া নামে রসুলপুর গ্রামের এক ব্যক্তি অবৈধভাবে ঘর নির্মান কাজ শুরু করে। এতে স্থানীয় ভূমি অফিস বাঁধ সাধলেও সেটি অব্যহত থাকে। এমতাবস্থায় মনোহরদী উপজেলা ভূমি অফিস আজ এক অভিযানের মাধ্যমে সেখানে এক উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া এ প্রসঙ্গে জানান, এ উচ্ছেদ অভিযানের মাধ্যমে সরকারী জমি জবরদখলকারী ব্যক্তি ও মহলের বিরুদ্ধে একটি কড়া বার্তা দেয়া হয়েছে। এ সময় স্থানীয় রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে স্থানীয়রা মনোহরদী উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানানোর পাশাপাশি এই ধরনের কার্যক্রম নিয়মিত চলমান রাখার অনুরোধ করেছেন।