
এম বাদশা মিয়া ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয়নের বরিয়া গ্রামে মেছো বাঘের দেখা মিলেছে। আজ রবিবার সকালে ওই গ্রামের লোকালয়ে একটি গাছের ডালে মেছো বাঘটি দেখা যায়। এ সময় স্থানীয়রা মেছো বাঘটি রশি দিয়ে বেঁধে ধরে ফেলে। বর্তমানে মেছো বাঘটি এলাকাবাসীর নিরাপদ হেফাজতে রয়েছে।
হাকিমপুর ইউনিয়নের (৯ নং ওয়াড) বরিয়া গ্রামে দক্ষিণ দরগা পাড়াতে দীর্ঘদিন যাবত বেশ কিছু দিন গবাদি পশুর ওপর হামলা করছে। আজ সকাল বরিয়া সোহরাব হোসেন, পিতা : মৃত মুজাহার উদ্দিন এর বাড়ির পিছনে দেখা দিয়েছে। গাছের ডালে নির্ভীক চাহনি—নিজ এলাকায় বাঘের উপস্থিতি। প্রকৃতির এই বিস্ময়কে দেখে অবাক, সবাই । তবে বনবিভাগের মাধ্যমে নিরাপদ হেফাজতে না নিলে যেকোনো সময় মেছো বাঘটি মারা যেতে পারে বলে মনে করছেন বাহারুল ইসলাম। ধারণা করা হচ্ছে, শৈলকুপার বরিয়া গ্রামটি বিলুপ্তপ্রায় মেছো বাঘের জন্য অনেকটা নিরাপদ বিচরণ এবং এখানে পর্যাপ্ত খাবার রয়েছে। তবে স্থানীয় জনগণ সচেতন না হলে হুমকির মুখে পড়বে তাদের বিচরণক্ষেত্র।জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উনারা এসে মেছো বাঘটি নিয়ে যাবেন।