
নজরুল ইসলাম,গাজীপুর।
গাজীপুরের শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ি ঈদগাহ মাঠ প্রাঙ্গণে জাতীয়তাবাদী কৃষক দলের পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
দোয়া মাহফিলে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও অবদানের কথা স্মরণ করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন। শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।
শ্রীপুর পৌর কৃষক দলের আহ্বায়ক শাহজাহান মিয়া-এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রীপুর পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মারুফ আহমেদ এম এ ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন প্রধান, কেন্দ্রীয় কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা ও গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির আদর্শ ও আন্দোলনের চেতনার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।