
মোছাঃ ববিতা আাক্তার
স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈর থানার শাহবাজপুর গ্রামের সঞ্জয় চক্রবর্তী তার স্ত্রী রুমা চক্রবর্তী দীর্ঘদিন ধরে কোন রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই হোমিও চিকিৎসা দিয়ে আসছে।
প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া রুমা চক্রবর্তী হোমিও চিকিৎসা দিয়ে আসছে দীর্ঘদিন ধরে, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে তার কাছে চিকিৎসা নেয়।
তা দেখে আশেপাশের গ্রামের মানুষও তার কাছে চিকিৎসা নিতে যায়।
কিন্তু একাধিকবার চিকিৎসা নেওয়ার ফলেও মিলে না কোনো সুফল।
প্রাথমিক চিকিৎসা ছাড়াই হোমিও চিকিৎসা দিয়ে এসব মানুষকে প্রতারণার মুখে ফেলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
এমন অবস্থায় আশেপাশের এলাকায় গুঞ্জন ওঠে কি এমন হোমিও চিকিৎসা দেয় রুমা চক্রবর্তী! যে ঔষধ খেয়ে কোন সুফল পাওয়া যায় না?
আশেপাশের লোকদের মুখ দেখে শোনা যায় যে, তাকে শুধুমাত্র চক্রবর্তী বললে সে রেগে যায়
তাকে ডক্টর রুমা চক্রবর্তী বলে ডাকলে সে খুশি হন!
সে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজেকে ডক্টর বলে দাবী করেন!
এমন গুঞ্জন শুনে সাংবাদিকদের মধ্যে অনেকেই তাকে কল করে,
এবং তাকে জিজ্ঞেস করা হয় আপনার কি কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে?
এই প্রশ্ন শোনার সাথে সাথেই সে তার ফোনটি তার নোনাস পমিলা চক্রবর্তী কে দেয়,
উত্তরে পমিলা চক্রবর্তী উল্টা প্রশ্ন করে যে প্রাথমিক শিক্ষা ছাড়া ডাক্তারি করে কিভাবে?
আরো উচ্চস্বরে জানান যে আসেন আপনারা বাসায় আসেন এসে দেখে যান তার কোন প্রাথমিক শিক্ষা আছে কিনা,
তার কথার উপর ভিত্তি করে সাংবাদিকরা তাদের বাসায় যায়।
গিয়ে যখন সরাসরি রুমা চক্রবর্তী সঙ্গে কথা বলা হয়, তখন রুমা চক্রবর্তী বলে যে এসএসসি পাস করেছে, এবং আরো জানান যে
এই হোমিও চিকিৎসা সে তার দাদা শ্বশুরের কাছ থেকে শিখেছে।
সেই সাথে রুমা চক্রবর্তী আরো জানান যে হোমিও চিকিৎসা দেওয়ার জন্য যে কোর্স করা দরকার আমি সেখানে ভর্তি হয়েছিলাম কিন্তু শেষ করতে পারিনি।
তখন তাকে আবারও প্রশ্ন করা হয় আপনি কোর্স শেষ না করে কিভাবে চিকিৎসা দিচ্ছেন এবং আপনি কোথায় ভর্তি হয়েছিলেন, আর কোন স্কুল থেকেই বা এসএসসি পাস করেছেন?
তখন তিনি কোথা থেকে কোর্স করেছেন এই কথাটি এড়িয়ে যায় এবং বলেন সে টাঙ্গাইল গার্লস স্কুল থেকে এসএসসি পাস করেছে।
তখন রুমা চক্রবর্তীকে সাংবাদিকরা বলে যে ঠিক আছে আমরা তাহলে টাঙ্গাইল গার্লস স্কুলে খোঁজ নিয়ে দেখি আপনি সত্যিই টাঙ্গাইল গার্লস স্কুল থেকে এসএসসি পাস করেছেন কিনা।
এই কথা শোনার পর রুমা চক্রবর্তী করে বলেন যে,
আমি আগে যা বলেছি এবং আমার নোনাস পমিলা চক্রবর্তী যা বলেছেন
তা সবই মিথ্যা।
না আমি কোন কোর্স করেছি আর না আছে আমার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা।
তখন তাকে সাংবাদিকরা পুনরায় প্রশ্ন করেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া আপনি কিভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছেন?
উত্তরে তিনি জানান সে তার দাদা শশুরের কাছ থেকে হোমিও চিকিৎসা শিখেছে এবং সে অনুযায়ী চিকিৎসা দিয়ে আসছে।
রুমা চক্রবর্তীকে আবারো বলা হয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া আপনি কিভাবে চিকিৎসা দিতে পারেন?
যা করেছেন করেছেন এবার এসব বন্ধ করুন। উত্তরে রুমা চক্রবর্তী জানেন যে কিভাবে চিকিৎসা বন্ধ করব আমার তো একাধিক রোগী রয়েছে।
এবং তার চোখে মুখে দেখা যায় সেই টাটকা টাকা লালসা।
এভাবেই তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া তার দাদা শশুরের শেখানো চিকিৎসা অনুযায়ী মানুষকে চিকিৎসা দিয়ে যাচ্ছে.