শনিবার, ১৪ জুন ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
হেডলাইন :
বিএনপি নেতা প্রয়াত বাবুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত! বিদায় বিনয়ী টিপু ভাই: ইসলামী বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় ডেপুটি রেজিস্ট্রার আর নেই ভাঙ্গায় বিএনপির উদ্যোগে >বিশাল  জনসভাঃ শাজাহানপুরে অর্থাভাবে থমকে আছে শিশু শাফায়াতের চিকিৎসা তানোর জামায়াতের সেক্রেটারী (ডি.এম) আক্কাস আলী ও নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত! ক্রিকেট টুর্নামেন্টের পুরুস্কার বিতরণ করেন, ব্যারিস্টার মিলন! ভারতের আহমেদাবাদে প্লেন দুর্ঘটনায় ২৪২ প্রাণহানি, নিথর হলো শত-শত স্বপ্ন, নিঃশেষ হয়ে পড়লো অসংখ্য পরিবার! তানোরে ভূমিদস্যু যুবদল নেতার দখলবাজি (বিএনপি’র) মান ক্ষুন্ন! মহেশপুর কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে সুলতানুল ইসলাম (তারেক) এর সৌজন্যে সাক্ষাৎ!
নোটিশ :
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মোংলায় জমে উঠেছে ভূমি মেলা, মিলছে ই-নামজারিসহ নানা সেবা

Reporter Name / ৬৯ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

মোঃ ইকরামুল হক রাজিব
বিশেষ প্রতিনিধি

কোন ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। করা যাবে ই-নামজারির আবেদন। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। মোংলা ভূমি মেলায় এসব সুযোগ-সুবিধার পাওয়া যাচ্ছে। তাই আজ মঙ্গলবার (২৭ মে) শেষ দিনেও জমে উঠেছে মোংলা উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত এ ভূমি মেলা। এসময় উপজেলা ভূমি অফিস চত্বর সেবা গ্রহণ করতে আসা বিভিন্ন গ্রাহকদের সেবা নিতে দেখা যায়।

এর আগে গত সোমবার (২৫ মে) নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, কোনো ধরনের হয়রানি ছাড়াই জমির খতিয়ান সরবরাহ করা, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়ার উদ্দেশ্যে সারা দেশের ন্যায় মোংলায়ও
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দিনব্যাপী ভূমি মেলা ২০২৫।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি ও সহকারি কমিশনার (ভূমি) মো: আরাফাত হোসেন ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এ সময় একটি র‌্যালি ভূমি অফিসের সামনে প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, সমবায় অফিসার মো: জুবাইর হোসেন, পল্লী উন্নয়ন অফিসার সবুজ বৈরাগী, মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, কৃষি অফিসার প্রশান্ত হাওলাদার, উপ-সহকারী প্রকৌশলী সোহান আহম্মেদসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) মো: আরাফাত হোসেন বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা জমি মালিকদের দুইটা কারণের জন্য। যার মধ্যে একটি হলো ভূমি সম্পর্কে অজ্ঞতা ও অবহেলা। ভূমি বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বেশির ভাগ মানুষ দালালদের খপ্পরে পড়েন, সেবা পেতে বিড়ম্বনা হলে সরাসরি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ভূমি হচ্ছে সন্তানের মতো, সন্তানদের যেমন লালন পালন করা হয় তেমনি জমিকেও সেভাবে যত্ন করতে হবে। ঠিকমতো চাষাবাদ, ভূমি উন্নয়ন কর দেওয়া হলে ওই জমি নিয়ে কখনও ঝামেলায় পড়তে হয় না।

উল্লেখ্য, মেলায় ভূমি পোর্টালে (land.gov.bd) ভূমি তথ্য বাতায়ন, রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সব ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা-মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com