শনিবার, ১৪ জুন ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
হেডলাইন :
বিএনপি নেতা প্রয়াত বাবুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত! বিদায় বিনয়ী টিপু ভাই: ইসলামী বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় ডেপুটি রেজিস্ট্রার আর নেই ভাঙ্গায় বিএনপির উদ্যোগে >বিশাল  জনসভাঃ শাজাহানপুরে অর্থাভাবে থমকে আছে শিশু শাফায়াতের চিকিৎসা তানোর জামায়াতের সেক্রেটারী (ডি.এম) আক্কাস আলী ও নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত! ক্রিকেট টুর্নামেন্টের পুরুস্কার বিতরণ করেন, ব্যারিস্টার মিলন! ভারতের আহমেদাবাদে প্লেন দুর্ঘটনায় ২৪২ প্রাণহানি, নিথর হলো শত-শত স্বপ্ন, নিঃশেষ হয়ে পড়লো অসংখ্য পরিবার! তানোরে ভূমিদস্যু যুবদল নেতার দখলবাজি (বিএনপি’র) মান ক্ষুন্ন! মহেশপুর কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে সুলতানুল ইসলাম (তারেক) এর সৌজন্যে সাক্ষাৎ!
নোটিশ :
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গাবগাছি হিন্দু পাড়ার রাস্তাটি জনগণের চলাচলের জন্য একটি মরণ ফাঁদ

Reporter Name / ৯০ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫, ১:১৭ অপরাহ্ন

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলায় শ্যামগাতি গাবগাছি বাজার থেকে আনুমানিক ৫০০ গজ পশ্চিমে পাকা প্রধান রাস্তা থেকে ৩০০ গজ উত্তর দিকে হিন্দু পাড়া নামে একটি ঐতিহ্যবাহী বিশাল বড় গ্রাম রহিয়াছে ,যেখানে কয়েক হাজার হিন্দু পরিবার এবং সেই সাথে অনেক মুসলমান পরিবার একসাথে বসবাস করে আসছেন এই রাস্তাটি সরকারি ম্যাপে বিদ্যমান ।

স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই রাস্তাটি উক্ত পাড়ার লোক ব্যবহার করে আসছেন শুধু তাই নয় এই রাস্তাটির সাথে প্রায় ২০ থেকে ২৫ টি পারা মহুলার সংযোগ রাস্তা রহিয়াছে প্রতিদিন হাজার হাজার লোক এই রাস্তায় দিয়ে চলাচল করে থাকেন , ছোট এই রাস্তায় দুটি ছোট কালভার্ট বা ব্রিজ রহিয়াছে ।

এছাড়াও এই মহল্লায় শ্রী সুকুমার দাস নামক একজন কবিরাজ রহিয়াছেন তিনি সারা সপ্তাহে বিভিন্ন ধরনের রোগী চিকিৎসা করে থাকেন, তিনি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার নতুন রোগী দেখেন, এছাড়াও সপ্তাহের অন্য পাঁচ দিন পুরাতন রোগী দেখে থাকেন, শনিবার এবং মঙ্গলবার তাহার কাছে কবিরাজি চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেলা এবং কি অন্যান্য জেলা থেকে বিভিন্ন গাড়ি নিয়ে শতশত রোগী আগমন করেন এবং কি সপ্তাহর অন্য পাঁচ দিনও অনেক রোগী তাহার কাছে কবিরাজি চিকিৎসার জন্য আগমন করে থাকেন, ,অনেক রোগী আছেন যারা হাঁটতে পারেন না সেই সমস্ত রোগীগণ গাড়িতে উক্ত কবিরাজের বাড়িতে গমন করেন।

এছাড়াও এই এলাকার কেউ বড় ধরনের সমস্যায় বা অসুস্থ হলে যেমন মা-বোনদের সিজার বা অন্য কোন বড় রকম রোগে অসুস্থ হলে তাহারা এই রাস্তা দিয়েই গাড়িতে চরে প্রদান রাস্তায় উঠে বেলকুচি শহরের দিকে গমন করেন এবং উক্ত পাড়া মহল্লার সাথে যে সমস্ত রাস্তার সংযোগ রহিয়াছে সকল লোক এই রাস্তা দিয়েই সকল ধরনের পণ্য নেওয়া আনা করে থাকেন ।

রাস্তাটি বালু মাটি দিয়ে ভরাট করা এবং রাস্তার দুই সাইডে বড় বড় ডোবা সেই কারণে বৃষ্টি হলেই রাস্তার সমস্ত বালু মাটি বৃষ্টির পানির সাথে ডোবায় চলে যায় প্রতিবছর স্থায়ী প্রতিনিধি এবং এলাকার লোকজন নিজস্ব অর্থায়নে রাস্তায় মাটি ভরাট করে থাকেন কিন্তু সেটা কোন কাজের কাজ হয় না ,গ্রীষ্মকালে এই রাস্তা দিয়ে হাঁটলে পা টাখনু পর্যন্ত বালুতে ডুবে যায় ।

বালুমাটি বৃষ্টির পানিতে ডোবায় গিয়ে জমা হয় যার দরুন কালভার্ট বা ব্রিজ দুটি একদম মাটি শূন্য হয়ে পড়েছে, ব্রিজের দুই সাইডের বালু মাটি গুলো ব্রিজের এক কোনা দিয়ে বের হয়ে ডোবার দিকে চলে যায় ব্রিজ বা কালভার্ট দুটি মাটি শূন্য হয়ে পড়ে যার দরুন ব্রিজ দুটি ভাসমান অবস্থায় রহিয়াছে, ব্রিজ দুটি ভেঙে ক্ষতবিক্ষত এবং কি ব্রিজের সকল সাইডে ফাটল ধরেছে বর্ষা হলে ব্রিজ বা কালভার্ট দুটি হয়তো ডোবায় তলিয়ে যেতে পারে ।

বর্ষা হলে রাস্তার সমস্ত মাটি বৃষ্টির পানির সাথে ডোবায় গিয়ে জমা হয় জনগণের চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে এ রাস্তায় বর্ষাকালে এলাকার সকল জনগণ চলাচল করতে পারেন না

শ্রী ভজন চন্দ্র বলেন আমাদের জন্মের পর থেকে এই রাস্তাটি আমরা ব্যবহার করে আসছি খুব কষ্ট করে আমাদের সারা বছর চলাচল করতে হয়,বিশেষ করে বর্ষাকালে রাস্তাটি ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
অত্র এলাকার মুরুব্বী আবু সাঈদ বলেন ,রাস্তাটি যদি স্থায়ীভাবে মেরামত না করা হয় তাহলে আমাদের বাড়ি ঘর সহ রাস্তার সাথে বর্ষা বা বন্যার পানিতে ভেসে যাবে ।
এছাড়াও অনেকে রাস্তাটি স্থায়ীভাবে মেরামত করার জন্য আহ্বান জানান ।

বিগত সময়ে বেলকুচি উপজেলা প্রশাসন কয়েক দফায় রাস্তাটি পরিদর্শন করলেও স্থায়ী কোন কাজ করেননি ।

উক্ত পাড়া বা মহল্লার এলাকার সকল জনগণের একটাই দাবি ,রাস্তাটি স্থায়ীভাবে মেরামত এবং কালভার্ট বা ব্রিজ দুটি পুনরায় মেরামত করে রাস্তাটি ভালো মাটি দিয়ে ভরাট করে স্থায়ীভাবে পাকা বা ঢালাই করে দিলে হাজার হাজার জনগণের চলাচলের ক্ষেত্রে অনেক অনেক উপকৃত হবেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com