সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রিয়াদ(১৩)নামে এক স্কুল ছাত্রের মর্মান্তি মৃত্যু হয়েছে।রোববার(১ জুন)বেলা দেড়টার দিকে উপজেলার সরনজাই ইউনিয়নেরের কাশারদিঘী এলাকায় সড়কের পাশে এ ঘটনা ঘটে।নিহত স্কুল ছাত্র উপজেলার রায়তান বড়শো গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী মামুনের একমাত্র ছেলে।সে কাশিম বাজার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৭ম শ্রেণিতে পড়ালেখা করতেন।নিহতের ওই কিশোরের মামা স্কুল শিক্ষক মিজানুর রহমান জানান,দুপুরে উপজেলার কালিগঞ্জ-সরনজাই সড়কের কাশারদিঘী এলাকায় ওই কিশোর সড়কের পাশের জাম গাছে জাম পাড়ার জন্য গাছে ওঠে।এক পর্যায়ে দুর্ঘটনাবশত সে গাছ থেকে নিচে পড়ে যায়।এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে চিকিৎসক তাকে(রিয়াদ)রাজশাহীতে রেফাড করে।রাজশাহীতে নেওয়ার পথে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল,নওদা পাড়ায় ইমারজেন্সিতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)আফজাল হোসেন।তিনি জানান,গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি জেনেছি।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।