সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাতাস পুর সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির কমিটির আয়োজনে দেশ মাতৃকার কল্যাণে ১৬ প্রহর ব্যাপি শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন)রাত ৯টায় বাতাস পুর মন্দিরে দেশ মাতৃকার কল্যাণে স্বপন কুমার কবিরাজের সভাপতিত্বে ১৬ প্রহর ব্যাপি শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা যজ্ঞা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা,তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম,গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সরকার,তানোর উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী, বাঁধাইড় ইউপির বিএনপির সিনিয়র নেতা বকুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাফুজ আহমেদ,তানোর পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান,সদস্য সচিব জহুরুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান রানা,গোদাগাড়ী পৌর যুবদল নেতা সাবিয়ার রহমান মিল্টন,ওয়ার্ড বিএনপি নেতা ওবাইদুর রহমান,মাসুদ রানা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার প্রমুখ।এ ছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত
ছিলেন।