সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর উপজেলা ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা শিক্ষক সমিতির সভাপতি হযরত আলী মাষ্টার।তিনি শুভেচ্ছা বার্তায় বলেন,তানোর উপজেলার সর্বস্তরের জন গণ ও বিএনপির সকল নেতৃবৃন্দসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও দেশবাসী সবাই ভালো আছেন এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি,প্রিয় সংগ্রামী বন্ধুসহ সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা-“ঈদ মোবারক”।তিনি বলেন,”ঈদুল আযহা হলো ত্যাগ,সংযম ও আত্মশুদ্ধির এক মহান উৎসব।এই পবিত্র দিনে আমরা স্মরণ করি মহান আল্লাহর প্রতি হযরত ইব্রাহিম(আ.)এর অবিচল আনুগত্য এবং আত্মত্যাগের অনন্য ইতিহাস।কুরবানি কেবল একটি পশু জবাই নয়,এটি আমাদের আত্মা,চিন্তা ও মননের পরিশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের সর্বোচ্চ ত্যাগের প্রতীক।শুভেচ্ছা বার্তায় আরও বলেন,”পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা আমাদের ত্যাগের মধ্যে রয়েছে আত্মমর্যাদা,সংযমের মধ্যে রয়েছে জীবনের ভারসাম্য,আর নৈতিকতার মধ্যে নিহিত রয়েছে মানবিকতা।আমরা যেন হিংসা,বিদ্বেষ ও ঘৃণার পথ পরিহার করে সত্য,ন্যায় ও শান্তির পথে চলি।কুরবানির শিক্ষা গ্রহণ করে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠি।তিনি আরও উল্লেখ করেন,”ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই সাম্য ও সৌহার্দ্য।ধনী-গরিবের ভেদাভেদ ভুলে আমরা যেন সবাই মিলে ঈদের খুশি ভাগ করে নেই।ঈদুল আযহার শিক্ষা আমাদের শেখায়,মানুষ মানুষের জন্য। আমরা যদি পরস্পরের দুঃখ-কষ্ট ভাগ করে নিই,তাহলেই এই উৎসবের প্রকৃত অর্থ বাস্তবায়িত হবে।সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,”আসুন,আমরা আমাদের চারপাশের দরিদ্র,অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।প্রতিবেশীদের প্রতি সদয় হই,সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে অটুট রাখি।এই পবিত্র দিনেআমাদের প্রতিজ্ঞা হোক-“সৎ পথে চলব””দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব”।পরিশেষে তিনি তানোর উপজেলা সহ কামার গাঁ ইউনিয়ের সর্বস্তরের জনসাধারণ কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন,”ঈদ মোবারক।তিনি বলেন,”আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন,জীবন ভরে দিন শান্তি,সমৃদ্ধি ও কল্যাণে।এছাড়াও তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল,সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র,ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় সকল শ্রেণীর মানুষের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।