আবু রায়হান লিটন স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে তারুণ্য ফাউন্ডেশনের উদ্যোগে গেটটুগেদার অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় বদলগাছী উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রিফাত হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফজলে হুদা বাবুল।
বদলগাছী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রমি হাসান ও এস এম মাসুদ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, ব্র্যাক ইউনিভার্সিটি জনস্বাস্থ্য বিভাগের সহযোগী গবেষক ফাবি হুদা,
প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বর্তমান কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, তরুণরা দুষ্টমি করবে নাতো কে করবে। তরুণরাই দুষ্টুমি করবে। দুষ্টুমি তরুণদের অহংকার। আর যারা দুষ্টুমি করবে তারাই একসময় দেশের জন্য ভালো করবে। ভবিষ্যতে তরুণরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হয়ে সব জায়গায় নেতৃত্ব দিবে। শিক্ষাঙ্গনের পরিবেশ ভালো রাখতে তোমাদের মতো তরুণদেরই এগিয়ে আসতে হবে। শিক্ষাঙ্গনে পড়াশোনার মান যেন ভালো হয়, সেই বিষয়ে তোমাদের সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, তোমাদের হাতে দেশটা যেন ভালো থাকে, সারাদেশ তোমাদের নিয়ে যেন প্রশংসা করেন, আর আমরা যেন গর্বিত হই, সেইভাবে এগিয়ে যাও। তাই তারুণ্যের জয় হোক, তারুণ্যে ভরপুর হোক আমাদের এই দেশ।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রিফাত হাসান তার বক্তব্যকালে জানান, “আবার দেখা হবে বন্ধু, মিলিত হবো একদিন” এই প্রত্যয় নিয়ে তারুণ্য ফাউন্ডেশন প্রাণচাঞ্চল্যের এ আয়োজন করেন। বিভিন্ন বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সময় হলরুমে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বৈকুন্ঠপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর অনুভূতি কি জানতে চাইলে মিষ্টি ও আদরী বলেন, গেট টুগেদার অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। এধরণের অনুষ্ঠান হলে বন্ধু বান্ধবীদের সাথে মিলিত হওয়া যায়।
বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আশামনি বলেন, আমি চাই এধরণের গেট টুগেদারের আয়োজন প্রায় অনুষ্ঠিত হোক, তাতে আমরা সকলে একসাথে মিলিত হতে পারবো, আনন্দ করতে পারবো।
তারুণ্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রিফাত রানা এবং সিনিয়র অফিসার আল রাকিব বলেন, এ পর্যন্ত আমাদের ৫ হাজার শিক্ষার্থী নিয়ে কাজ করা হয়েছে। আর আজ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আমরা ভবিষ্যতে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাবে। সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করা হবে। এছাড়া আমরা পরিবেশের ভারসাম্য রাখতে একটি করে গাছ লাগাবো।