মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৯ই জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, ২৬ শে জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা,১২ই জিলহজ ১৪৪৬ হিজরী, রোজ সোমবার সকাল ৯,০০ ঘটিকা থেকে শুরু হয়ে বিকাল ৪,০০ ঘটিকা পর্যন্ত সরকারি শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসএসসি ২০০০ ব্যাচের বন্ধু পূর্ণমিলনী ২০২৫ অনুষ্ঠানটি নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ শামসুল আলম (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক সোহাগপুর সরকারি শাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবু জ্যোতিষ চন্দ্র কর্মকার , জনাব মোঃ হাবিবুর রহমান (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম মোঃ শহিদুল রেজা বর্তমান প্রধান শিক্ষক সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ শহিদুল আলম বিএসসি সহকারী শিক্ষক সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন, জনাব মোঃ হেলাল উদ্দিন এসএসসি ব্যাচ ২০০০ ,
উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন এসএসসি ২০০০ ব্যাচের সকল শিক্ষার্থীবৃন্দ ।
অনুষ্ঠানে ২০০০ সালের সকল শিক্ষার্থী লাল বর্ণের পাঞ্জাবি এবং সাদা বর্ণের পায়জামা পোশাক পরিধান এবং সকল শিক্ষকবৃন্দ ভিন্ন ধূসর বর্ণের পাঞ্জাবি ও সাদা বর্ণের পায়জামা পরিধান করেন এতে করে সুন্দর স্বাবলম্বী একটি প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
২০০০ সালের সকল শিক্ষার্থীবৃন্দ এবং বহিরাগত বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে দেশাত্মবোধ, ভাটিয়ালি, ব্যান্ড, ইত্যাদি গানে মুখরিত হয়ে ওঠে সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ।
সকল শিক্ষার্থী এবং সকল শিক্ষকবৃন্দদের ও আমন্ত্রিত সকল অতিথিদের বিশেষ বড় খানার ব্যবস্থা করেন অনুষ্ঠানের আয়োজক কমিটি ।
,সকল শিক্ষার্থীর মাঝে রেফেল ড্র বা লটারি জেতার সুবর্ণ সুযোগ ব্যবস্থা করেন এবং বিভিন্ন আমন্ত্রিত অতিথিদের মাঝে বিশেষ সম্মানিত পুরস্কার প্রদান করেন ।
অনুষ্ঠানে বহিরাগত সাংবাদিক এবং বিভিন্ন মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ দাওয়াতি মেহমান উপস্থিত ছিলেন ।