প্রতিবেদক: মীর শরিফুল ইসলাম চৌধুরী , জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রতিবেদন:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর মাঠপাড়া এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক আলামিন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদরপুর মাঠপাড়া জামে মসজিদের সামনে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ও একটি ইটবোঝাই স্টিয়ারিং ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি কুষ্টিয়া থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল এবং সেটি চালাচ্ছিল হেল্পার। মূল চালক আলামিন ভেতরে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মেহেরপুর থেকে মিরপুরগামী স্টিয়ারিং ভ্যানটির সঙ্গে তীব্র গতিতে মুখোমুখি সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার সময় ভেতরে থাকা চালক আলামিন মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও দুই গাড়ির আরও কয়েকজন গুরুতর আহত হন, যাদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণহীন গতিই এই দুর্ঘটনার প্রধান কারণ।
এদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, কুষ্টিয়া-মেহেরপুর সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।
নিহত আলামিনের বাড়ি কোথায়, তা জানা যায়নি।