
সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলায় ছেলের স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছেলের করা মামলায় বাবা হাবিবুর রহমানকে (৪০)গ্রেপ্তার করেছে তানোর থানার পুলিশ।শুক্রবার (১৪ মার্চ) বিকেলে পুত্রবধূকে শ্লীলতাহানির ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়ি ঘিরে রাখে।খবর পেয়ে থানা পুলিশ অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেয়।পরে মামলা করা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।এরআগে বুধবার এঘটনা ঘটে।গ্রেপ্তার হাবিবুর রহমান তানোর উপজেলার কলমা ইউনিয়নের বাসিন্দা।জানা গেছে, হাবিবুর রহমানের ছেলে রবিউল ইসলাম(২০)প্রতিদিনের মতো বুধবার সকালে কাজে বের হয়ে যান। এরপর সকাল ১০টার দিকে অভিযুক্ত হাবিবুর রহমান তার পুত্রবধূকে শোবার ঘরে ডেকে নেন।এসময় পুত্রবধূর শরীরে হাত দেন এবং মুখ চেপে ধরে বিছানায় শোয়ানোর চেষ্টা করেন।এ সময় ওই নববধূর পরনের জামা ছিঁড়ে যায়।এক পর্যায়ে বাড়ির আশপাশে মানুষের উপস্থিতি টের পেলে হাবিবুর রহমান তার ছেলের স্ত্রীকে ছেড়ে দেন।এই ঘটনার পর পুত্রবধূ শ্বশুরবাড়ি থেকে বের হয়ে তার বাবার বাড়িতে চলে যান।এদিকে হাবিবুরের ছেলে রবিউল বুধবার বিকেল ৫টার দিকে বাড়িতে ফিরে এসে জানতে পারেন তার স্ত্রী বাড়িতে নেই।পরে তিনি তার শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলে সব জানতে পারেন।এই ঘটনায় নিজের বাবা হাবিবুর রহমানের নামে তানোর থানায় লিখিত অভিযোগ দেন তার ছেলে রবিউল ইসলাম।অভিযোগের প্রেক্ষিতে পুলিশ শুক্রবার বিকেলে হাবিবুর রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) আফজাল হোসেন বলেন,জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান জানিয়েছেন তার ছেলের স্ত্রীর মন খারাপ দেখে তিনি তাকে ঘরে ডেকে কথা বলার এক পর্যায়ে তার হাত ধরেন।তবে তার ছেলের স্ত্রীর দাবি তার শ্লীলতাহানি করা হয়েছে।শনিবার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।