, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমারখালীতে চাচীর গোসলের ভিডিও ধারন করে চাঁদা দাবির অভিযোগে দুই ভাতিজা গ্রেপ্তার। ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নেকসার আলীর মৃত্যু! ভাঙ্গায় কবরস্থানের মধ্যে ব্যান্ডেজ করা পলিথিন মোড়ানো এক খন্ড পা দেখার গেল সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন হাসনত তুহিন শৈলকূপায় ঈদুল আযহা উপলক্ষ্যে ওয়ালটন পণ্য দিচ্ছে বিশাল মূল্য  ছাড়  ভাঙ্গায় মাদ্রাসার শিক্ষক ছাত্রীকে বিয়ে করা পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ , আহত-২ শৈলকূপায় জনতার হাতে আটক মেছো বাঘ তানোরে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার বিতরণ করলেন আনসার কমান্ডার জামিরুল ইসলাম

ভাঙ্গায় কবরস্থানের মধ্যে ব্যান্ডেজ করা পলিথিন মোড়ানো এক খন্ড পা দেখার গেল

  • প্রকাশের সময় : ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ১৩ পড়া হয়েছে

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাংগা উপজেলার  আজিমনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড রেল রাস্তার পাশে  কবরস্থানের মধ্যে ব্যান্ডেজ করা পলিথিন দিয়ে মোড়ানো একটি পুরুষ মানুষের একখণ্ড পা দেখার  গেল।পা টি দেখতে পেয়ে স্থানীয়রা ভাঙ্গা থানার পুলিশ কে সংবাদ দিলে পুলিশ দ্রুত  ঘটনাস্থল যায়।

স্থানের সূত্রে জানা যায়, এক খন্ড  পা কবরস্থান ভিতরে মাটির ভিতরে গর্তের মধ্যে ছিল।কুকুরের পা টি মাটি  উপরে টানিয়া উপরে উঠিয়ে ফেলে।

স্থানীয় সূত্রে এবিষয় জানা যায়, মোঃ লিটন মিয়া – দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানার সূর্যনগর বাজারে মোঃ রজ্জব মিয়ার বেকারিতে তিনি কাজ করে। এবং লিটন মিয়ার ডায়াবেটিস রোগী থাকা প্রথমে এর পায়ের আঙ্গুলে ইনফেকশন হয়।, দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পা নিয়ে অসুস্থ ছিলেন।এর পা টি আর ভালো হয়নি। গত ১৮ মার্চ মাদারীপুর জেলার শিবচর থানার পাচ্চর বাজারে রয়েল হাসপাতাল নামক প্রাইভেট ক্লিনিকে এর পা অপারেশন করেছেন এবং তার এক এক খন্ড পাটি কেটে  ফেলায় হয়েছে।এর পা কবরস্থানে কাউকে না জানিয়ে গোপনের  মাটিতে নিচে পুঁতিয়ে রাখেন।কুকুরের পা টি গর্ত থেকে তুলে ফেলে।

মহেশপুর উপজেলা নবীনগর গ্রামে
মৃত আব্দুল বারেক মিয়া,ছেলে লিটন মিয়া( ৫৫) নামক তিনি ডায়াবেটিক হওয়া কারনে তার পা পচ্চন ধরলে এর পর পা টি কেটে ফেলা হয়েছে।

ভাঙ্গায় কবরস্থানের মধ্যে ব্যান্ডেজ করা পলিথিন মোড়ানো এক খন্ড পা দেখার গেল

প্রকাশের সময় : ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাংগা উপজেলার  আজিমনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড রেল রাস্তার পাশে  কবরস্থানের মধ্যে ব্যান্ডেজ করা পলিথিন দিয়ে মোড়ানো একটি পুরুষ মানুষের একখণ্ড পা দেখার  গেল।পা টি দেখতে পেয়ে স্থানীয়রা ভাঙ্গা থানার পুলিশ কে সংবাদ দিলে পুলিশ দ্রুত  ঘটনাস্থল যায়।

স্থানের সূত্রে জানা যায়, এক খন্ড  পা কবরস্থান ভিতরে মাটির ভিতরে গর্তের মধ্যে ছিল।কুকুরের পা টি মাটি  উপরে টানিয়া উপরে উঠিয়ে ফেলে।

স্থানীয় সূত্রে এবিষয় জানা যায়, মোঃ লিটন মিয়া – দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানার সূর্যনগর বাজারে মোঃ রজ্জব মিয়ার বেকারিতে তিনি কাজ করে। এবং লিটন মিয়ার ডায়াবেটিস রোগী থাকা প্রথমে এর পায়ের আঙ্গুলে ইনফেকশন হয়।, দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পা নিয়ে অসুস্থ ছিলেন।এর পা টি আর ভালো হয়নি। গত ১৮ মার্চ মাদারীপুর জেলার শিবচর থানার পাচ্চর বাজারে রয়েল হাসপাতাল নামক প্রাইভেট ক্লিনিকে এর পা অপারেশন করেছেন এবং তার এক এক খন্ড পাটি কেটে  ফেলায় হয়েছে।এর পা কবরস্থানে কাউকে না জানিয়ে গোপনের  মাটিতে নিচে পুঁতিয়ে রাখেন।কুকুরের পা টি গর্ত থেকে তুলে ফেলে।

মহেশপুর উপজেলা নবীনগর গ্রামে
মৃত আব্দুল বারেক মিয়া,ছেলে লিটন মিয়া( ৫৫) নামক তিনি ডায়াবেটিক হওয়া কারনে তার পা পচ্চন ধরলে এর পর পা টি কেটে ফেলা হয়েছে।