
সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার কামার গাঁ ইউনিয়ন পরিষদ ও ভুমি অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক(ডিসি)মোসা আফিয়া আক্তার। আজ মঙ্গলবার(৮ এপ্রিল)সকাল সাড়ে ১১ টার দিকে তিনি প্রথমে কামার গাঁ ভুমি অফিস পরিদর্শন করেন।এ সময় কামার গাঁ ইউনিয়ন ভুমি অফিসের পক্ষ থেকে ডিসিকে মহোদয়কে গোলাপ ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান তানোর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মাসতুরা আমিনা ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তারেক আজিজ।এ সময় ডিসি মহোদয়ের সঙ্গে ছিলেন-নির্বাহী ম্যাজিস্ট্রেট,তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া খাতুন।জেলা প্রশাসক আফিয়া আক্তার কামার গাঁ ভুমি অফিসে প্রায় এক ঘণ্টা উপস্থিত থেকে অফিসের বিভিন্ন রেজিস্ট্রার খাতা ও নথি পত্র পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।এবং নামজারী,অনলাইন ভূমি উন্নয়ন কর,অর্পিত সম্পত্তির লীজ মানি আদায়, সরকারী খাস সম্পত্তি রক্ষণাবেক্ষণে কর্মচারীদের উদ্বুদ্ধ করেন এবং দালাল বিহীন সঠিক সেবা প্রদানের পরামর্শ প্রদান করেন ও সঠিক সময়ের মধ্যে সেবাপ্রাপ্তিদের কাঙ্খিত সেবা প্রদানের জন্য দপ্তরের সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।জেলা প্রশাসক মহোদয়কে সার্বিক তথ্য প্রদান করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তারেক আজিজ।এরপরে তিনি কামার গাঁ ইউনিয়ন পরিষদ,কামার গাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাতাস পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।