
ইয়াছিন শরীফ অনিক,
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে অবৈধ ভাবে ফসলি জমির মাটিবাহী পিকআপ
চাপায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার ১১ এপ্রিল দিবাগত রাত দশটায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরানপুর গ্রামের আবদুল জলিলের নতুন বাড়ির সামনে কৃষি জমি হতে মাটি কেটে নিয়ে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল আলম (১০) একই উপজেলার মোহাম্মদপুর সফর আলী বেপারী (টিপরা) বাড়ির মনির হোসেনের ছেলে। অভিযুক্ত পিকআপ চালক মোঃ আবু বক্কর চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হাসেমপুর গ্রামের আবিদুর রহমানের ছেলে।
নিহত আশরাফুল আলম (১২) উপজেলার একই ইউনিয়নের মধ্য মোহাম্মদপুর গ্রামের টিবরা বাড়ির মো.মনির হোসেনের ছেলে ও স্থানীয় জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, উপজেলার চাটখিলের বিভিন্ন ইউনিয়নে স্থানীয় প্রশাসনের নিরবতায় ফসলি জমির মাটি কাটা ও বিক্রির মহাউৎসব চলছে। রাতে ও দিন উপজেলার পৌরসভা, মোহাম্মদপুর, বদলকোট, পরকোট, শাহাপুর, রামনারায়নপুর, খিলপাড়া, নোয়াখলা, পাঁচগাঁও ও হাট পুকুরিয়া সহ বিভিন্ন ইউনিয়ন গুলোতে অবাধে অবৈধভাবে চলছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেখি ও না দেখার মতো চলছে এতে করে সাধারণ মানুষের চলাফেরাতে শারীরিকভাবে অনেক ক্ষতি হচ্ছে ও সরকারি রাস্তাঘাট ভেঙ্গে একা কার অবস্থা।
শনিবার (১২এপ্রিল) দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। শুক্রবার দিবাগত রাতে মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী-পরানপুর মাঠ থেকে আবাদি জমির মাটি কেটে মোহাম্মদপুর ও মলংচর গ্রামে বিক্রি করছে একদল মাটি খেকোরা জানালেন স্থানীয়রা। শুক্রবার রাতে আশরাফুল তার বাবার সাথে স্থানীয় কেজি স্কুল মার্কেটে যায়। ওই মার্কেট থেকে ফেরার পথে অবৈধ মাটিবাহী পিকআপের তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আশরাফুল মারাত্মকভাবে যখম পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।
চাটখিলে দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে মাটি কাটতেছে অসাধু মাটি ব্যবসায়ীরা। উপজেলা প্রশাসনের নিকট সাধারণ মানুষ অসংখ্য মুখিকভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরে ১/২টা অভিযান চালিয়েছে কিন্তু মাটি কাটায় কার্যকর কোন পদক্ষেপ নেয়নি বলে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে সাধারণ জনগন।
প্রত্যক্ষদর্শীরা বলেন প্রশাসনের নজরদারি থাকলে দীর্ঘদিন ধরে অবৈধ মাটি ব্যবসায় চলে কি ভাবে? মাটি পরিবহনের কারণে রাস্তার ক্ষতি, মাটি পড়ে রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, মাটি রাস্তায় পড়ায় অন্যান্য গাড়ি চলাচলের কারণে ধূলাবালির যন্ত্রনা সাধারণ মানুষ অতিষ্ঠ জনজীবন বিপর্যস্ত
পরিবেশের ক্ষতি হচ্ছে। অনতিবিলম্বে এসব মাটির গাড়ি চলাচল বন্ধে জোর দাবি জানায় এবং এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জোর দাবি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন ঘটনা শুনার সাথে সাথে পুলিশ সদস্যদের ঘটনার স্থানে পাঠানো হয়েছে। তিনি বলেন লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালক আবু বক্কর ও পিকআপ আটক করে পুলিশি হেফাজতে আনায় হয়েছে। দূর্ঘটনা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।