, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাঙ্গায় ১৪৪ ধারা ভেঙে জমি দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার তানোরে বরেন্দ্র গভীর নলকূপে উৎকোচ বাবদ অতিরিক্ত নগদ অর্থ না দিলে মিলছে না সেচ! তানোরে পল্লী বিদ্যুত (ডিজিএম) এর আওয়ামীপ্রীতিতায় তোলপাড়! তানোরে ১৩৫ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁস,ওষুধ এবং দানাদার খাদ্য বিতরণ  তানোরে বালিকা হাফিজিয়া মাদ্রাসার নাবালিকা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক ভাঙ্গায় ৪টি স্থানে ভেকু দিয়ে কৃষি জমি থেকে মাটি বিক্রির উৎসব ঃ সোনাইমুড়ীতে র‌্যাবের অভিযানে এলজি উদ্ধার,গ্রেপ্তার-১ অন্যরা অধরাতেই  রাজশাহী শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক পদে শামীমের পদায়নে বিভিন্ন সংগঠনের অভিনন্দন বাগমারায় মাদ্রাসার জমি রক্ষায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

তানোরে মামলার সাক্ষী কে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ, গুরুতর আহত (১) জন!

  • প্রকাশের সময় : ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ৩০ পড়া হয়েছে

 

রাজশাহী জেলা প্রতিনিধি; জাকির হোসেন- টুটুল।

রাজশাহীর তানোর উপজেলাস্থ, তানোর পৌরসভার মেডিক্যাল মোড়ে বকুল হোসোন ও তার ভাই আজিবুর রহমান কে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দা” হাসোয়া লোহার- রড দিয়ে আক্রমণ ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষেরা, দেশীয় অস্ত্র দা” হাসোয়া লোহার- রড দিয়ে আক্রমণে তারা গুরুতর আহত হয়েছে বলে জনা গেছে।

তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দপ্তরে অভিযোগ পত্র সূত্রে জানা গেছে, গত ২২ – এপ্রিল (মঙ্গলবার) রাত ৯-০০ মিনিটে তানোর পৌরসভার ৪নং ওয়ার্ড গুবির পাড়া মহল্লার বাসিন্দা বকুল হোসাইন (৩৯) ও তার ভাই আজিবুর রহমান, তার ব্যক্তিগত কাজে আমশো মেডিকেল মোড়ে পৌঁছালে, রেজাউল ইসলাম (৩৫) মিজান (৩৩) ও জলিল (৫৫) তার মোটরসাইকেলের গতিরোধ করে, হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দা” হাসোয়া ও লোহার-রোড দিয়ে এলোপাথাড়ি মারধর করে। দেশীয় অস্ত্রের আঘাতে বকুল হোসাইন ও আজিবুর রহমান গুরুতর আহত হন।

এসময় তারা ডাক- হাঁক ও চিৎকার দিলে স্থানীয় আজিবুর রহমান (৪২) ও বাবু (৪০) সহ আরো অনেকেই এগিয়ে এসে তাদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে রওনা দিলে, রেজাউল ইসলাম (৩৫) মিজান (৩৩) ও জলিল (৫৫) স্থানীয়দের পথ রোধ করে দম্ভুক্তি করে বলে যে, এদেরকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ’ ভর্তি করার জন্য নিয়ে যেতে দেওয়া হবে না আর সে যদি আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে, তাহলে তাকে প্রাণে মেরে ফেলবো, বলে হুমকি দেয়।

আহত বকুল হোসেন জানান, তিনি আমশো গ্রামের বাসিন্দা রেজাউল ইসলাম (৩৫) মিজান (৩৩) ও জলিল (৫৫) এর বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার সাক্ষী থাকার কারণে, তারা- তাকে ও তার ভাই কে আমশো মেডিক্যাল মোড়ে পথরোধ করে, হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দা” হাসোয়া ও লোহার- রোড দিয়ে এলোপাথাড়ি মারধর করে,গুরুতর আহত করেছে।

এই ঘটনাই বকুল হোসেন, ন্যায় বিচার প্রাপ্তির জন্য তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

জনপ্রিয়

ভাঙ্গায় ১৪৪ ধারা ভেঙে জমি দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ

তানোরে মামলার সাক্ষী কে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ, গুরুতর আহত (১) জন!

প্রকাশের সময় : ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

 

রাজশাহী জেলা প্রতিনিধি; জাকির হোসেন- টুটুল।

রাজশাহীর তানোর উপজেলাস্থ, তানোর পৌরসভার মেডিক্যাল মোড়ে বকুল হোসোন ও তার ভাই আজিবুর রহমান কে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দা” হাসোয়া লোহার- রড দিয়ে আক্রমণ ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষেরা, দেশীয় অস্ত্র দা” হাসোয়া লোহার- রড দিয়ে আক্রমণে তারা গুরুতর আহত হয়েছে বলে জনা গেছে।

তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দপ্তরে অভিযোগ পত্র সূত্রে জানা গেছে, গত ২২ – এপ্রিল (মঙ্গলবার) রাত ৯-০০ মিনিটে তানোর পৌরসভার ৪নং ওয়ার্ড গুবির পাড়া মহল্লার বাসিন্দা বকুল হোসাইন (৩৯) ও তার ভাই আজিবুর রহমান, তার ব্যক্তিগত কাজে আমশো মেডিকেল মোড়ে পৌঁছালে, রেজাউল ইসলাম (৩৫) মিজান (৩৩) ও জলিল (৫৫) তার মোটরসাইকেলের গতিরোধ করে, হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দা” হাসোয়া ও লোহার-রোড দিয়ে এলোপাথাড়ি মারধর করে। দেশীয় অস্ত্রের আঘাতে বকুল হোসাইন ও আজিবুর রহমান গুরুতর আহত হন।

এসময় তারা ডাক- হাঁক ও চিৎকার দিলে স্থানীয় আজিবুর রহমান (৪২) ও বাবু (৪০) সহ আরো অনেকেই এগিয়ে এসে তাদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে রওনা দিলে, রেজাউল ইসলাম (৩৫) মিজান (৩৩) ও জলিল (৫৫) স্থানীয়দের পথ রোধ করে দম্ভুক্তি করে বলে যে, এদেরকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ’ ভর্তি করার জন্য নিয়ে যেতে দেওয়া হবে না আর সে যদি আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে, তাহলে তাকে প্রাণে মেরে ফেলবো, বলে হুমকি দেয়।

আহত বকুল হোসেন জানান, তিনি আমশো গ্রামের বাসিন্দা রেজাউল ইসলাম (৩৫) মিজান (৩৩) ও জলিল (৫৫) এর বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার সাক্ষী থাকার কারণে, তারা- তাকে ও তার ভাই কে আমশো মেডিক্যাল মোড়ে পথরোধ করে, হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দা” হাসোয়া ও লোহার- রোড দিয়ে এলোপাথাড়ি মারধর করে,গুরুতর আহত করেছে।

এই ঘটনাই বকুল হোসেন, ন্যায় বিচার প্রাপ্তির জন্য তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।