মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গুচ্ছগ্রামে গত কয়েকদিন ধরে রাতে ও দিনে পরপর কয়েক দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কে বা কারা রহস্যজনকভাবে ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে—এমন অভিযোগ করেছেন এলাকাবাসী। ইতোমধ্যে অন্তত ৮ থেকে ৯টি ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনার তদন্ত ও প্রতিরোধে শুক্রবার (১৭ অক্টোবর বিকাল ৪টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীদের নিয়ে এক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন এবং সেকেন্ড এসআই (নিঃ) লোকমান হোসেন সহ এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানান। ওসি আশরাফ হোসেন বলেন,
এ ধরনের ঘটনা নাশকতা নাকি অন্য কোনো কারণে হচ্ছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। কেউ যেন গুজবে বিভ্রান্ত না হয় এবং সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানায়।”
পুলিশ তদন্ত শুরু করেছে এবং এলাকায় টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।<span;>তবে এসব অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।