চীফ রিপোর্টার-
গাজীপুর জেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন “গাজীপুর সাংবাদিক পরিষদ” এর উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে তিনদিনব্যাপী এক আনন্দ ভ্রমণ। গন্তব্য ছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, ইনানী ও মহেশখালী।
ভ্রমণটি শুরু হয় গাজীপুরের পুষ্পাদাম রিসোর্ট থেকে, যেখানে একত্রিত হয়ে সাংবাদিকরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। এই ভ্রমণের মূল লক্ষ্য ছিল সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং পেশাগত চাপ থেকে মুক্ত হয়ে কিছুটা প্রশান্তি অর্জন।
ভ্রমণে অংশগ্রহণকারী সদস্যরা কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানো, পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য উপভোগ এবং ঐতিহাসিক স্থান পরিদর্শনের পাশাপাশি একটি আলোচনাসভায় অংশ নেন। স্থানীয় আতিথেয়তা ও কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্যে সবাই অভিভূত হন।
গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি বলেন, “এ ধরনের ভ্রমণ শুধু মানসিক প্রশান্তিই নয়, পেশাগত সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সাধারণ সম্পাদক জানান, “এই আনন্দ ভ্রমণটি শিক্ষণীয় ও আনন্দময় ছিল। আমরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা করছি।”
সফর শেষে সদস্যরা নবউদ্যমে পেশাগত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। গাজীপুর সাংবাদিক পরিষদের এই উদ্যোগ নিঃসন্দেহে সাংবাদিক সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।