সালথায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিম
সাইদ গাজী, স্টাফ রিপোর্টার,
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের সালথায় হিন্দু ধর্মাবলম্বী ও বিভিন্ন পুজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখা। উপজেলা জামায়াতের আয়োজনে রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের জামায়াতে ইসলামীর অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ একটি বহু ধর্ম ও বহু সংস্কৃতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধনে বসবাস করে আসছে। এ সম্প্রীতি অটুট রাখা আমাদের সবার দায়িত্ব। বক্তারা জোর দিয়ে বলেন, “ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা সবার মৌলিক অধিকার। কোনো নাগরিক তার ধর্ম পালনে বাধাগ্রস্ত হবে না এ প্রতিশ্রুতিই আমাদের অঙ্গীকার।
অপরদিকে, সনাতন ধর্মাবলম্বীর প্রতিনিধিরা মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “বাংলাদেশ আমাদের সবার দেশ। এই দেশকে এগিয়ে নিতে হিন্দু-মুসলিমসহ সব ধর্মাবলম্বীর সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। আমরা চাই, পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিতে। সভায় আলোচকরা পারস্পরিক আস্থা, ভালোবাসা ও সহযোগিতার ভিত্তিতে সমাজ গড়ে তোলার আহ্বান জানান। স্থানীয় কয়েকজন হিন্দু সম্প্রদায়ের নেতা জানান, এ ধরনের মতবিনিময় সভা সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান আরও জোরদার করতে সহায়তা করবে।
সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ এর সভাপতিত্বে মাঝারদিয়া ইনিয়ন জামায়াতের সভাপতি ওয়ালিউজ্জামান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরু, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সমীর কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অরুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক বাবু অনন্ত কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বাবু পুল্লাদ শীল প্রমুখ।