আমেরিকা প্রবাসী আদালতের রায়১৪৪ ধারা ভঙ্গ করেই টাকার গরমে বসত বাড়ির গেটের সামনে তুললেন মুরগীর ফার্
স্টাফ রিপোর্টার জহির মোল্লার প্রতিবেদনে বিস্তারিত
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন এর উলুকান্দা গ্রামের মৃত মোজাফফর আলি খানের আমেরিকা প্রবাসী আলি মোহাম্মদ এর বিরুদ্ধে এমনই এক অভিযোগ করেছেন আপন বড়ো ভাই তৈয়ব আলী খান তিনি জানান আমার বাবা বেঁচে থাকতে এই রাস্তা আমার বাবা আমাকে দিয়ে গেছেন আমাকে বাড়ির পিছনে বাড়ি করার জায়গা দেয় আর ছোট ভাইদের জায়গা বাড়ির সামনে থেকে দেয় কিন্তু বাড়ির রাস্তা হিসাবে বাড়ির সাইডে এই পথটিই দেয়। কিন্তু ছোট ভাই আলি মোহাম্মদ এখন আমার বাড়ি যাতায়াতের এই রাস্তার উপর আমার বাড়ির গেটের সামনে বেড়া দিয়ে গেটের সামনেই করেছে মুরগির ফার্ম এতে এখন আমি ও আমার পরিবার পড়েছি চরম বিপাকে আমি প্রশাসন ও স্হানীয় জনপ্রতিদের কাছে একাধিকবার গিয়েও সমস্যা কোনো সমাধান পাচ্ছি না।এলাকা বাসী সুত্রে জানা যায় আলি মোহাম্মদ একজন বাটপার ও প্রতারক শুরু ভাই নয় এলাকার একাধিক ব্যক্তির থেকে জমি দিবে বলে টাকা নিয়ে দেয়নি জমি ভুক্ত ভোগী ব্যক্তিরা জানান আলি মোহাম্মদকে এলাকার গণ্যমাণ্য ব্যক্তি থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বার উনি কারো কথায় শোনেন না বরং কেউ কিছু বলতে গেলে তাকে অপমান অপদস্ত করেন।এলাকার বাসী আরো জানান আলি মোহাম্মদ বলেন এখানে কোনো জজ ব্যারিষ্টার এসে বললেও আমার কাজ আমি করেই যাবো আমার টাকা আছে আমি কাউকে মানিনা।১৪৪ ধারার বিষয়ে কোতোয়ালি থানার এস আই আকরাম হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানা আমরা গিয়ে মুরগির ফার্মের কাজে বাধা দিয়ে এসেছি এবং ১৪৪ ধারা বিষয় পদক্ষেপ নিরে কোর্ট এবং তৈয়ব আলি ওয়ান এইট্টি করলে আমরা প্রতিবেদন দিবো কোর্ট ওয়ারেন্ট করলে আমরা আসামী ধরবো এ বিষয়ে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আলতাফ হোসেন এর সাথে কথা বললে তিনি জানান আলি মোহাম্মদ ও তার লোকজন আমাদের কোনো কথা শোনেনি তবে যে কাজটা আলি মোহাম্মদ আপন বড়ো ভাইয়ের সাথে করেছে বিষয় টি নিন্দানীয় ও অন্যায় করেছে ভাইয়ের বসত বাড়ির সামনে মুরগির ফার্ম এটা অতন্ত কষ্ট দায়ক আমি চেষ্টা করবো অতি দ্রুত এর একটা সমাধান করার জন্য। এ সময় আলি মোহাম্মদ এর বাড়ির এক ভাড়াটিয়া কে প্রশ্ন করলে তিনি বলে আমাদের কে যা করতে বলেছে আমার মালিক আমরা সেটাই করেছি তারপর সে আর কোনো কথা না দ্রুত বাড়ির মধ্যে ঢুকে গিয়ে বাড়ির গেট বন্ধ করে দেয়।আলি মোহাম্মদ কে একাধিক বার ফোন দিলেও ফোন রিসিভ করেনি।