মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান।
বুধবার (১ অক্টোবর) দুপুরে তিনি ভাঙ্গা পৌর এলাকার জেলেপাড়া মন্দির ও ভাঙ্গা বাজার কালী মন্দিরসহ একাধিক পূজা মন্ডপে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন এবং ভাঙ্গা ট্রাফিক বিভাগের টিআই মোঃ কাজল।
এ সময় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান বলেন,
“ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক স্যারের নির্দেশে আমরা মাঠ পর্যায়ে পরিদর্শন করছি, যাতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব নির্ভয়, নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন হয়। নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশসহ সিআইডি, র্যাব, গোয়েন্দা ইউনিট এবং সেনাবাহিনীও মাঠে রয়েছে। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আশা করছি।”
উল্লেখ্য, এ বছর ভাঙ্গাসহ ফরিদপুর জেলার বিভিন্ন পূজা মন্ডপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।