অগ্নিশ্বর কলার সঙ্গে সাথি ফসল চাষে সাফল্য মুনির উদ্দি
জাহিদ হাসান ঃ
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের বাসিন্দা বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী মুনির উদ্দিন বাড়ির পিছনে ১৩ কাঠা জমি আবাদ করেন। কি ধরণের ফসল চাষ করে লাভবান হওয়া যাবে, এ নিয়ে ভাবছিলেন। এসময় ভেড়ামারা উপজেলার জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মোহা. আসমান আলীর কাছ থেকে উন্নতজাতের অগ্নিশ্বর জাতের কলা এবং তার নিজ এলাকা থেকে জয়েন কলার চারা সংগ্রহ করেন। সাথি ফসল হিসেবে পেঁপে, বেগুন, করল্লা সহ যব ঘাস, খেসারী ঘাস ও কাউন ঘাস লাগান।
মুনির উদ্দিন তার আম গাছ গুলো কেটে সেখানে কলার চারা রোপণ করেন। পরে রোপণ করেন বিভিন্ন ধরনের শাক-সব্জি। রোপণে ২৩ হাজার টাকা খরচ করে ১৩ কাঠা জমিতে। এখন পর্যন্ত তিনি ৫০ হাজার টাকার কলা বিক্রি করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাছে গাছে কলার ছড়ি এসেছে। অগ্নিশ্বর ও জয়েন কলার গাছের সাথে বিভিন্ন জাতের ঘাস লাগিয়ে তা বিক্রি করছেন তিনি। নিরাপদ রাখতে ছড়িগুলোতে পরানো হয়েছে ফ্রুটব্যাগ। এতে করে কলাগুলো সতেজ থাকবে, পোকা আক্রমণ হয়না এবং ক্রেতা আকর্ষণ বাড়ে। চাষাবাদে প্রায় ২৩ হাজার টাকা খরচ হয়েছে। বিক্রি করে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা আয় হবে বলে আশা করছেন তিনি।
মুনির উদ্দিন জানান, অগ্নিশ্বর জাতের কলা চাষে তিনিই তার গ্রামে প্রথম। এজন্য তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। গাছে গাছে কলার ছড়ি এসেছে। স্থানীয়রা তার অগ্নিশ্বর জাতের কলা চাষ দেখে আগ্রহী হয়েছেন। তারাও এ জাতের কলা চাষ করতে প্রস্তুতি নিয়েছেন।
স্থানীয় চাষিরা জানান, এভাবে ফ্রুটব্যাগ পড়িয়ে কলা চাষ করা যায় আগে দেখিনি। তাই নতুন জাতের কলা চাষ করতে প্রস্তুতি নিচ্ছি আমরা।