ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার কে (৪৮)বিস্ফোরক আইনে (ভাঙ্গা থানার মামলা নাম্বার ১৩ (১১)২৪) দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করেছে ভাংগা থানার পুলিশ।
গ্রেফতারকৃত মোহাম্মদ মিজানুর রহমান তিনি ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর এর অন্যতম সহযোগী ও সমর্থন ছিল বলে জানা যায়।
রবিবার (২৪ আগস্ট) ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন এ বিষয় তথ্য নিশ্চিত করেন।
রবিবার (২৪) রাত সাড়ে নয়টার দিকে মালিগ্রাম এলাকা থেকে মিজানুর হাওলাদার কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মিজানুর হাওলাদার বাড়ি ঘারুয়া ইউনিয়নের হীরালদি গ্রামে। তিনি ওই গ্রামের হাবিবুর রহমান পুত্র।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, একটি বিস্ফোরক মামলায় সাবেক এমপি নিক্সন চৌধুরীর সহযোগী হিসেবে পরিচিত হাবিবুর রহমান কে রাতে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।