মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুজাহিদ বেগের উদ্যোগে আবদুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারের এই ক্যাম্পে বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল এলাকার গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসকরা রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী সানগ্লাস বিতরণ করেন এবং বাছাইকৃত রোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন।
মুজাহিদ বেগ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি এই এলাকারই সন্তান। আমার আশেপাশে কোনো চামচা, দালাল বা দখলবাজ নেই। আমার শক্তি শুধু সাধারণ মানুষ ও তাদের ভালোবাসা।”
নির্বাচিত হলে দখলবাজি, চাঁদাবাজি, জুলুম-অবিচার বন্ধ করে সবার জন্য ইনসাফ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি প্রবাসীদের সহযোগিতায় ফরিদপুর-০৪ কে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
মুজাহিদ বেগ আরো বলেন, “রাজনীতি আমার পেশা নয়, মানুষের কল্যাণই আমার লক্ষ্য। এমপি হলেও পাশে থাকব, এমপি না হলেও পাশে থাকব ইনশাআল্লাহ।”
স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগের ফলে এলাকার দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন, যা গরিব ও অসহায় পরিবারগুলোর জন্য আশীর্বাদস্বরূপ।