ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাঙ্গা উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে খন্দকার ইকবাল হোসেন সেলিমকে সভাপতি এবং আইয়ুব আলী মোল্লাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোঃ হাবিবুর রহমান মুন্সী ও শাহরিয়া ইসলাম শায়লাসহ মোট ৯ জন রয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ফজলে সোবহান শামীম এবং আরও ৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন এম.ও.এম তৈমুর লং, বিটু মুন্সী ও মাসুদ রানা।
সম্প্রতি জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়।
নতুন কমিটি গঠনের পর শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভাঙ্গা উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঢাকঢোল পিটিয়ে, রং মেখে ও গান-বাজনার মধ্য দিয়ে একটি আনন্দ মিছিল বের করেন।
এসময় সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন—
“বিএনপির ভেদাভেদ ও গ্রুপিং ভুলে শহীদ জিয়ার আদর্শের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভাঙ্গা উপজেলায় বিএনপি নির্ভয়ে রাজনীতি করবে।”
তিনি আরও জানান, বর্তমান কমিটি পর্যায়ক্রমে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে রূপ নেবে। যদি কোনো কর্মী আপাতত বাদ পড়ে থাকেন, তারা আগ্রহ প্রকাশ করলে আলোচনা সাপেক্ষে নাম অন্তর্ভুক্ত করা হবে।
অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলকে অভিনন্দন জানান। একই সঙ্গে ফরিদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দকেও শুভেচ্ছা জানানো হয়