মেহেদি হাসান:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (১৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় বিএনপি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারের ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের কারণে সেলিম রেজা ইউসুফকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা দায়ের হওয়ার পর দলীয় শৃঙ্খলার প্রশ্নে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় বিএনপি।
এদিকে বহিষ্কারের ঘোষণার পরপরই সেলিম রেজা ইউসুফের সমর্থিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। তারা বহিষ্কার সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।