মেহেদি হাসানঃ
আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে নড়াইলের কালীয়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা বিশ্বাস জাহাঙ্গির আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি। সভাপতিত্ব করেন বাবু অশোক কুমার কুন্ডু, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নড়াইল জেলা শাখা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বাবু কার্ত্তিক কুমার দাস।
সভায় বক্তারা বলেন,
“বাংলাদেশ সনাতন ধর্মের অনেকে যদিও মনে করেছিলো আওয়ামী লীগ না থাকলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে, কিন্তু হয়েছে তার উল্টোটা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সনাতনী ধর্মের লোকদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, যার কারণে সনাতন ধর্মের মানুষ নিরাপদ বোধ করছে। বিশেষ করে নড়াইল জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গির আলম সবসময় আমাদের সুরক্ষা দিয়ে গেছেন। তাই আমরা এবার একযোগে জননেতা বিশ্বাস জাহাঙ্গির আলমকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই।”
এসময় বিশ্বাস জাহাঙ্গির আলম অভয় দিয়ে বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার হুঁশিয়ারি দিয়েছেন যেন হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো অন্যায় না হয়। তার কথামতো আমিও আমার জেলার সনাতন ধর্মাবলম্বীদের কঠোর নিরাপত্তা দিয়েছি। আপনাদের কাছে আমার দাবি, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি কথা দিচ্ছি, আপনাদের ন্যায্য অধিকার নিয়েই এদেশে থাকবেন—কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
স ম অহিদুজ্জামান মিলু, সাধারণ সম্পাদক কালীয়া উপজেলা বিএনপি;
জনাব আসজ্জাদু রহমান মিঠু;
মোহাম্মদ সেলিম হোসেন, সভাপতি পৌর বিএনপি;
শেখ সিহাব উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পৌর বিএনপি;
সর্দার আর্মস্ট্রং, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি;
খান মতিউর রহমান, সভাপতি নড়াগাতী থানা বিএনপি;
বুলবুল কবির, সাধারণ সম্পাদক নড়াগাতী থানা বিএনপি;
মেহেদী হাসান মতি, সহস্রমা বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপি;
মোঃ হাসিবুর রহমান, আহবায়ক উপজেলা যুবদল
ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আরও বলেন, দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি সর্বজনীন উৎসব। এই উৎসব সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।