ভেড়ামারায় পূজা মন্ডপে দায়িত্বশীল ভূমিকায় আনসার ভিডিপির সদস্যর
জাহিদ হাসান ঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা। পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে তাদের এই নিরলস ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
জানা গেছে, কুষ্টিয়া জেলার ২৪৯টি পূজামণ্ডপে মোট ১,৬১৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ভেড়ামারা উপজেলায় রয়েছে ১১টি পূজামণ্ডপ, যেখানে সর্বমোট ৬৮ জন নারী পুরুষ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে।
দুই ধাপে এই সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রথম ধাপে ২৪ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ২৪ জন সদস্য দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট ৬৮ জন আনসার-ভিডিপি সদস্য ভেড়ামারা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে মোতায়েন রয়েছেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আসাদুল ইসলাম নিয়মিত মণ্ডপ পরিদর্শন করছেন। তারা বলেন, “আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালনে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিচ্ছেন। পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে সবাই কাজ করছেন।
সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সদস্যরাও আনসার বাহিনীর এই সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, আনসার সদস্যদের উপস্থিতিতে পূজামণ্ডপে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকছে। ফলে ভক্ত-দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা উপভোগ করতে।
স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর ভূমিকা বরাবরের মতো এবারও প্রশংসনীয়।