সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর তানোরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২০০ জন উপকারভোগী পরিবারের মাঝে বিনামূল্যে ২টি করে ছাগল (সাগি) ও একটি করে মেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১২ টার সময় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ছাগল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী(এলজিইডি) নুরনাহার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন,উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা.সুমন মিয়া সহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা- কর্মচারীরা।অফিস সূত্রে জানা গেছে, সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় তানোর উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের টেকসইভাবে পশুপালনে সম্পৃক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিকভাবে ২০০টি পরিবারের মাঝে ২টি করে সাগি জাতের ছাগল ও একটি করে মেট বিতরণ করা হয়েছে।
এ সময় বক্তারা বলেন,সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে। এর ফলে একদিকে যেমন তাদের জীবনমান উন্নত হবে, অন্যদিকে পশুপালনের মাধ্যমে তারা বাড়তি আয়ের সুযোগ তৈরি করতে পারবেন।
প্রধান অতিথি ইউএনও নাঈমা খান বলেন,ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠী সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকার তাদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এই ছাগল বিতরণের মাধ্যমে শুধু পারিবারিক আয়ই বাড়বে না, বরং স্বাস্থ্যকর প্রোটিন চাহিদা পূরণেও সহায়তা করবে। অনুষ্ঠান শেষে উপকারভোগী পরিবারগুলোর হাতে আনুষ্ঠানিকভাবে ছাগল হস্তান্তর করা হয়। উপস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানান।